ইয়াদিয়া জিটি৬০ ও ই৮এস২০০ ইলেকট্রিক স্কুটারের অফিসিয়াল হ্যান্ডওভার অনুষ্ঠান সম্পন্ন

রাজধানীর মিরপুর ৬০ ফিটে অবস্থিত ইয়াদিয়া ফ্ল্যাগশিপ স্টোরে গতকাল রোববার ইয়াদিয়া জিটি৬০ ও ই৮এস২০০ ইলেকট্রিক স্কুটারের অফিসিয়াল হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসির চিফ বিজনেস অফিসার জনাব আবু হানিফ, ইয়াদিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ। এ সময় নতুন মডেলের স্কুটারগুলো আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।
ইয়াদিয়ার পক্ষ থেকে জানানো হয়, নতুন দুই মডেল ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। জিটি৬০ ও ই৮এস২০০ মডেল দুটি শক্তিশালী ব্যাটারি, আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী মাইলেজ এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
টানা আট বছর ধরে বিশ্বের ১নং ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড হিসেবে বিক্রয়ে শীর্ষে রয়েছে ইয়াদিয়া। প্রতিষ্ঠানটি শুধু উন্নত ডিজাইন, আধুনিক ফিচার ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য নয়, বরং বিক্রয়-পরবর্তী সেবার মানের কারণেও বিশ্বজুড়ে আস্থা অর্জন করেছে।
বাংলাদেশে ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ক্রমেই বাড়ছে। ইয়াদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা ও প্রত্যাশা পূরণের পাশাপাশি টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।