জবির স্নাতকে আসন পূরণে সাক্ষাৎকার আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শূন্য আসন পূরণে সাক্ষাৎকার আহ্বান করেছে কর্তৃপক্ষ। প্রথম থেকে সপ্তম মেধাতালিকায় বিষয় বরাদ্দ পেয়েও যাঁরা ভর্তি হতে পারেননি, তাঁরা মেধাক্রম অনুযায়ী এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। যদিও এসব শিক্ষার্থীদের মাইগ্রেশনের কোনো সুযোগ থাকছে না। পরবর্তীতেও কোনো বিভাগে আসন শূন্য হলে তাঁরা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন না।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এটাই শেষ পদক্ষেপ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সাক্ষাৎকার সকাল ৯টায় শুরু হবে, চলবে বিকেল ৩টা পর্যন্ত। শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড ও পূরণ করে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান (এ) ইউনিটের সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আগামী ১৪ ফেব্রুয়ারি মেধাক্রম ৪৫৩৩ থেকে ৫৫৩২ পর্যন্ত, ১৫ ফেব্রুয়ারি মেধাক্রম ৫৫৩৩ থেকে ৬৫৩২ পর্যন্ত এবং ১৬ ফেব্রুয়ারি মেধাক্রম ৬৫৩৩ থেকে ৭৫০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ।
মানবিক (বি) ইউনিটের মেধাক্রম ১৮৭৯ থেকে ২১৯০ পর্যন্ত সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। একই স্থানে মেধাক্রম ২১৯১ থেকে ২৫০০ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি।
বাণিজ্য (সি) ইউনিটের মেধাক্রম ১২৪৭ থেকে ২০০০ পর্যন্ত সাক্ষাৎকার বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
সাক্ষাৎকারে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের তালিকা আগামী ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে ভর্তি ফিস ও কাগজপত্র মনোনীত বিভাগে জমা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তির বিষয়ে সব তথ্য (http://admission.jnu.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।