জবি চলচ্চিত্র সংসদের সভাপতি আমান, সাধারণ সম্পাদক নিলয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে চারুকলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরাফাত ইসলাম আমান সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নিলয় দেব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
গতকাল বুধবার চলচ্চিত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন, এস এম ফয়সাল রোজ, সহসভাপতি; নভেরা হাসান নিক্কন, সহসভাপতি; অর্পিতা বিশ্বাস ছোঁয়া, সহসভাপতি; মুশফিকুর রহমান মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক: এ এম সি শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক; সাকিফ সাদ, যুগ্ম সাধারণ সম্পাদক; মো. বাশার, সাংগঠনিক সম্পাদক; ইফতেশাম ইজাজ-দপ্তর সম্পাদক; শারমীন সুলতানা নিশি-অর্থ সম্পাদক; নাফিস ইসমাম তাশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক; আশরাফি তরফদার শুচি-জনসংযোগ সম্পাদক; মুশফিকুল আলম সুপ্ত, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক; নুসরাত জাহান,পাঠচক্র ও গবেষণা সম্পাদক; মাহির সাফিন-তথ্য প্রযুক্তি সম্পাদক; প্রকৃতি আশেক-সাংস্কৃতিক সম্পাদক; এবং কার্যনির্বাহী সদস্য-বাঁধন বণিক ও আফিয়া মোবাশশিরা।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশীষ বিশ্বাস পাভেল ও প্রতিষ্ঠাকালীন সদস্য অংকুর রায়।
এ ছাড়া ছিলেন আগের কমিটির সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির অর্পণসহ অন্য সদস্যরা।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া নিলয় দেব এনটিভি অনলাইনকে বলেন, ‘এটি একটি বড় দায়িত্ব। আমি আমার দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে চাই। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে একটি রোল মডেল হিসেবে করে দিয়ে যেতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তেমন ন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পায় না, তাই আমি চলচ্চিত্র সংসদের মাধ্যমে এমন কিছু করে যেতে চাই—যাতে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ন্যাশনালি কাজ করতে আরও বেশি বেশি সুযোগ পায়।