যত্রতত্র পার্কিং : নষ্ট হচ্ছে জবি ক্যাম্পাসের সৌন্দর্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করছে যেখানে সেখানে পার্কিং করে রাখা বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। যত্রতত্র পার্কিংয়ের কারণে সংকুচিত হয়ে পড়েছে ক্যাম্পাসে চলাফেরার জায়গা।
জানা যায়, জবির জমির পরিমাণ কাগজে কলমে ১১ দশমিক ৫ একর হলেও বাস্তবে আয়তন আরও কম। স্বল্প আয়তনের বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি প্রায় ১৬ হাজার শিক্ষার্থী চলাচল করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিজস্ব পরিবহণ পুলের বাসের পাশাপাশি শিক্ষকদের গাড়ি পার্কিংয়ের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রথম চোখে পড়ে সারিবদ্ধভাবে তিনটি বাস রাখা। এদিকে নতুন একাডেমিক ভবনের নিচে শান্ত চত্বর ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মোটরসাইকেল পার্ক করা থাকে। দ্বিতীয় ফটকের সামনে শিক্ষার্থীদের কয়েকটি বাস রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলাও বাসে ঠাসা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ছোটখাটো একটি বাস টার্মিনালে পরিণত হয়েছে। এ ছাড়া নতুন একাডেমিক ভবনের বেজমেন্টে অব্যবহৃত কিছু মোটরসাইকেল, ধুলোজমা কয়েকটি মাইক্রোবাস পড়ে আছে। ক্যাম্পাসের কাঁঠালতলায় শিক্ষার্থীদের বসার জায়গার পাশেই ফেলে রাখা হয়েছে অব্যবহৃত নষ্ট বাস।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখার কারণে ক্যাম্পাসে ঠিকভাবে হাঁটাচলা করা যায় না, বসে আড্ডাও দেওয়া যায় না। ক্যাম্পাসের যে পাশেই চোখ যায় শুধু বাস আর বাস।

বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি নিয়ে একটি কমিটি করা হয়েছিল। আমরা কিছু প্রস্তাব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের ওখানে গাড়ির একটি ওয়ার্কশপ তৈরি ও কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের কেনা জায়গায় বাসগুলো রাখার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন একাডেমিক ভবনের বেজমেন্টে শিক্ষকদের গাড়িসহ ছোট গাড়িগুলো রাখার বিষয়ে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা কমিটি করে দিয়েছি। কমিটির সুপারিশ অনুযায়ী কাজ হচ্ছে। কিছু ভাঙাচোরা ঘর আছে এগুলো পরিষ্কার করে কাজ করতে হবে। খুব শিগগিরই ব্যবস্থা নেব। শিগগিরই নতুন একাডেমিক ভবনের বেজমেন্টে পড়ে থাকা মোটরসাইকেলগুলোর নিলামের ব্যবস্থা করা হচ্ছে।’