ইবিতে বিশেষ কোটার ভর্তি সাক্ষাৎকার ৯, ১০ জানুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি সাক্ষাৎকার আগামীকাল শনিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। চলবে আগামী রোববার (১০ জানুয়ারি) পর্যন্ত।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিস্ট্রার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে মুক্তিযোদ্ধা কোটার এবং রোববার সকাল ১০টা থেকে উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃগোষ্ঠী/হরিজন, দলিত, অন্ত্যজ ও শারীরিক প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিশেষ কোটার সব সাক্ষাৎকার ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমানের অনুষদ ভবনের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় আবেদনকারী শিক্ষার্থীদের তাঁদের কোটাসংশ্লিষ্ট সব মূল কাগজ, এসএসসি, এইচএসসির মূল সনদ ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে কোটাসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানা যাবে।