রাবির সাংবাদিকতা বিভাগে সান্ধ্য মাস্টার্সে ভর্তি শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সের সপ্তম ব্যাচের (জানুয়ারি ২০১৭) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান অথবা পাস) ডিগ্রিপ্রাপ্তরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। গত ১ ডিসেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিসে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ৫০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়া যাবে। কোর্স ফি হিসেবে চার কিস্তিতে মোট এক লাখ টাকা প্রদান করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রশিক্ষিত সাংবাদিক ও দক্ষ গণমাধ্যমকর্মী তৈরি করতে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন, অনলাইন সাংবাদিকতা, ব্যাংক-বিমা, মোবাইল ফোন কোম্পানি, জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা, ব্রান্ড এক্সিকিউটিভ, ব্রান্ড ম্যানেজারসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিভাগে অথবা (ফোন. ০৭২১-৭১১১৩৬, মোবাইল. ০১৭১৭৫১৫৪৩১, ০১৭১২০৮৩৫১৭) নম্বরে যোগাযোগ করা যাবে।