কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় দুই সাংবাদিক আহত, তদন্ত কমিটি গঠন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/05/mymen_1.jpg)
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। আজ সন্ধা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে। আহতদের দাবি, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। পরে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আহতরা হলেন—আজকের পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাইদ ও দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি হাবীব। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার ড. হুমাইয়ুন কবীর বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছ। কমিটির আহ্বায়ক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, ছাত্র কল্যাণ পরিচালক ড. মেহেদী উল্লাহ, ও প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। কমিটিকে অনতি বিলম্বে রিপোট দিতে বলা হয়েছে বলেও জানান রেজিস্টার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অগ্নিবীণা হলের একটি কক্ষে সিটদখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারিতে জড়ায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রলীগের দুটি গ্রুপ। এ সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়, তবে তার আগেই মারামারি থেমে যায়।