রসায়ন অলিম্পিয়াডের ১৩তম আসরে প্রথম জাওয়াদ
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৪ এ প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মো. রিদওয়ান উল হক জাওয়াদ। আজ শুক্রবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। এ সময় প্রতিযোগিতায় প্রথম হওয়া জাওয়াদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. রাজিউর রহমানের সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক. ড. হাফিজ মো. হাসান বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরনবী।
প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করেন বাংলাদেশ কেমিকেল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান মার্কেটিং কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম।
মো. রিদওয়ান উল হক জাওয়াদ নটর ডেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রতিযোগিতার প্রথম হওয়ার অনুভূতি জানতে চাইলে জাওয়াদ বলেন, ‘আমি যখন নবম শ্রেণিতে পড়তাম তখন আমার এক বন্ধু গণিত অলিম্পিয়াডসহ নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার জিততো। আমিও চাইতাম পুরস্কার জিততে। কিন্তু আমি গণিতে খুব ভালো ছিলাম না। কিন্তু কেমিস্ট্রি ভালো বুঝতাম। সেখান থেকেই আমার যাত্রা শুরু।’
জাওয়াদ বলেন, ‘আমি একাডেমিক বইয়ের বাইরেও অনেক বই পড়ি। যেখানেই কেমিস্ট্রির বই পাই আমি নিজ থেকেই তা সংগ্রহ করে পড়ি। আমি পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে এ চিন্তা নিয়ে কেমিস্ট্রি পড়তাম না। আমি নিজে জানার জন্য পড়তাম। তাই আমি আজকে এখান পর্যন্ত আসতে পেরেছি। এখানে আসতে আমার বাবা-মা, বন্ধুরা সবাই উৎসাহ দিয়েছে। রসায়ন অলিম্পিয়াড একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। আজকে আমি আমার দেশে কলেজ পর্যায়ে প্রথম হয়েছি। আমি সবার সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’