তিন দিনের ক্রিকেট টুর্নামেন্ট শেষ হলো এক বছরে!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/kazi.jpg)
ক্রিকেট টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা ছিল তিন দিনে। তবে তার ইতি টানতে নেমে গেল ১১ মাস। এমনটি ঘটেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ২০২৪ সালের ১১ মার্চ ছয় অনুষদকে নিয়ে শুরু হওয়া আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একই বছরের ১৩ মার্চ। তবে, সেই ফাইনাল ম্যাচ মাঠে গড়ায় ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি।
জানা যায়, গত বছরের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে শুরু হয় আন্তঃঅনুষদ (ছাত্র ও ছাত্রী) ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য ড. সৌমিত্র শেখর। খেলার সূচি অনুযায়ী সেই বছরের ১৩ মার্চ ছাত্র ও ছাত্রী উভয়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে ছাত্রীদের টুর্নামেন্টে জয় লাভ করে আইন অনুষদ। তবে, ছাত্রদের কলা অনুষদ ও আইন অনুষদের ম্যাচ জন্ম দেয় বিতর্কের। রান রেইটের ভিত্তিতে ফাইনালিস্ট নির্বাচনের সিদ্ধান্ত হলে আইন অনুষদ দেখা পায় লক্ষ্যের। তবে, সেই সিদ্ধান্ত মানতে রাজী হয়নি কলা অনুষদ।
কলা অনুষদ টিমের ম্যানেজার দর্শন বিভগের সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম জানান, আন্তঃঅনুষদ টুর্নামেন্টের সেই ম্যাচে স্কোর নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। খেলায় তো সবার আবেগ জড়িয়ে থাকে। ভালো খেলেও ফাইনালে উঠতে পারবে না এটা অনেকে মানতে পারেনি। তবে এটার সমাধান হয়েছে। ওই বছরই ফাইনাল হওয়ার কথা ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় ফাইনাল অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব শাহ্ মো. নাজমুল হাসান বলেন, মূলত রান রেইটের দিক দিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেদিনকার ম্যাচে। কলা অনুষদের টিম ম্যানেজার যে হিসেব করেছিল তা মেনেই শিক্ষার্থীরা খেলে ও জয়লাভ করে। কিন্তু তাদের হিসাবে ভুল ছিল বিধায় ম্যাচ জিতেও তারা রান রেইটের কারণে ফাইনালে যেতে পারেনি। আমাদেরও সীমাবদ্ধতার কারণে সব তথ্যসহ স্কোর লেখা হয়নি। এসব নিয়ে তারা সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। আমরা দুই অনুষদের ডিনের সঙ্গেও বসেছিলাম, কিন্তু সমাধানে আসা যায়নি। পরবর্তীতে নতুন প্রশাসন আসলে দুই অনুষদের ডিনের সঙ্গে কথা বলি এবং এর সমাধান হয়।
অবশেষে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। এতে সামাজিক বিজ্ঞান অনুষদকে হারিয়ে সাত উইকেটে জয়লাভ করেছে আইন অনুষদ।