এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চেষ্টা করছে খেলাটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে। যে ধারাবাহিকতায় ২০২৮ সালের অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। খেলাটির ভক্তদের জন্য আরও একটি সুখবর, আগামী বছর অনুষ্ঠেয় এশিয়ান গেমসেও ফিরছে ক্রিকেট।
২০২৬ সালে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেখানে থাকছে ক্রিকেট। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) ও আয়োজক কমিটির (এআইএনএজিওসি) মধ্যে এ সপ্তাহে অনুষ্ঠিত সভায় ক্রিকেটের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়েছে। যা পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।
এশিয়ান গেমসে ৪১তম ইভেন্ট হিসেবে নারী ও পুরুষ ক্রিকেট অন্তর্ভূক্ত হয়েছে। আসন্ন গেমসে ১৫ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজকরা। ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর চলবে গেমস।
চায়নার হাংজুতে অনুষ্ঠিত ২০২২ সালের সর্বশেষ এশিয়ান গেমসে ভারতীয় নারী ও পুরুষ দল স্বর্ণ জয় করেছিল। কোভিডের কারনে এক বছর পিছিয়ে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল।