অবশেষে এশিয়া কাপের ভেন্যু ও সূচি প্রকাশ

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় ভারতসহ তিন দেশের যোগ না দেওয়ার খবরে শঙ্কা দেখা দিয়েছিল এশিয়া কাপ নিয়ে। তবে, সেই শঙ্কার কালো মেঘ সরে গেছে। ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির সভা। তখনই এসিসি চেয়ারম্যান মহনিস নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সেই অপেক্ষা আর দীর্ঘ করেননি এসিসি সভাপতি। আজ শনিবার (২৬ জুলাই) ঘোষণা করেছেন এশিয়া কাপের ভেন্যু ও চূড়ান্ত সময়সূচি। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে এশিয়া কাপের ভেন্যু ও সূচি ঘোষণা করেন তিনি।
শুরুতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ের।
এসিসি সভাপতি নাকভি এক্সে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি! বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট ৮টি দল। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্যের দেশ রয়েছে ৫টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান)। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।