জাবিতে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ গঠন

দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণের প্রতিবাদ গড়ে তুলতে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্ম গঠন করে কমিটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মালিহা নামলা এই কমিটি ঘোষণা করেন।
ধর্ষণবিরোধী মঞ্চের মুখপাত্র হয়েছেন মেহের আফরোজ শাওলী। এ ছাড়া সহ-মুখপাত্র ফাহমিদা ফাইজা ও মালিহা নামলা।
সদস্য হিসেবে রয়েছেন- আশেয়া সিদ্দিকা মেঘলা, ঐন্দ্রিলা মজুমদার অর্না, ফারহানা বিনতে জিগার ফারিনা, নাদিয়া রহমান অন্বেষা, জাইবা জাফরিন, মিফতাহুল জান্নাত তাহিয়া, তানজিলা তাসনিম সেতু, জান্নাতুল মাওয়া, প্রিয়াঙ্কা কর্মকার, নাবিলা বিনতে হারুন, আফিয়া ইবনাত সামিহা, মেহজাবিন পালোয়ান ও শুকরিয়া ইসলাম।
ধর্ষণবিরোধী মঞ্চের মুখপাত্র মেহের আফরোজ শাওলী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর পক্ষ থেকে ঘোষিত হলো ‘ধর্ষণবিরোধী মঞ্চ’। আমাদের যে, এই প্ল্যাটফর্ম গঠন করতে হয়েছে, এ জন্য আমরা লজ্জিত। কিন্তু এ লজ্জা নিয়েও আমরা সামনের কাজ পরিচালনা করতে চাই।
মেহের আফরোজ শাওলী আরও বলেন, আপনারা জানেন দেশে একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটছে। একজন নারীর যে সাধারণ নিরাপত্তা থাকার কথা, সেটি নেই। যার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। দেশে যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এটা শুধু আইন-শৃঙ্খলারই অবনতি নয়, এটা আমাদের মূল্যবোধের অবনতি। যে রাষ্ট্র মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তার প্রতিবাদেই আমাদের কর্মসূচি চলমান থাকবে।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা বলেন, বর্তমান দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটেই চলেছে। তবে আমরা এর কোনো বিচার দেখতে পারছি না। দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ধর্ষকরা একটি আট বছরের শিশুকে পর্যন্ত ছাড়েনি। এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এদিকে দিনব্যাপী ধর্ষকদের শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগ, চারুকলা বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ বিভিন্ন বিভাগ ও সংগঠন।
প্রতিবাদী সমাবেশে অংশ নিয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা ইসলাম বলেন, সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আমার বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে মানববন্ধনে নেমে এসেছে। আজ তারা জাগ্রত সত্য হিসেবে দাঁড়িয়েছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেও সেটি এখনও কার্যকর হচ্ছে না। ফলেই অপরাধ কমছে না বরং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আমরা সরকারের দায়বদ্ধতা দেখতে চাই। রাষ্ট্র কি পদক্ষেপ নেবে সেটাও আমরা দেখতে চাই।