কুয়েটের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ শিক্ষার্থীকে মারধর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য পদত্যাগ দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার ছাত্রকে বেদম মারধর করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে ফুলবাড়িগেট বাস কাউন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রদের শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও থেঁতলে যাওয়ার চিহ্ন রয়েছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ ইয়াহিয়া আক্তার জানান, আহত চার ছাত্র বর্তমানে কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
আহত শিক্ষার্থীরা হলেন- মুজাহিদুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, গালিব রাহাত ও মোহন।
আহত ছাত্র গালিব রাহাত জানান, সন্ধ্যায় তারা ঘুরতে ঘুরতে ফুলবাড়িগেট মোড়ে যান। রাত আটটার কিছুক্ষণ আগে তারা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত লাঠি ও স্ট্যাম্প দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে।
আহত আরেক ছাত্র মোহন আলী বলেন, মারধরের সময় কয়েকজন দুর্বৃত্ত ‘ভিসিকে বাপ ডাক’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।
নগরীর ফুলবাড়িগেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিক তথ্য জানার পর দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তিনি আহত ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য কুয়েট মেডিকেল সেন্টারে যাচ্ছেন বলেও জানান।