জাবিতে পরীক্ষায় অংশ নিলেন বহিষ্কৃত শিক্ষার্থী

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে সাময়িক বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগকর্মী মো. আদনান সাইফ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিয়েছেন।
গতকাল রোববার (৪ মে) তৃতীয় বর্ষের ‘নিউক্লিয়ার ফিজিকস’ কোর্সের পরীক্ষায় ‘রিপিটার’ হিসেবে তিনি অংশ নেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি জুলাই আন্দোলনে হামলার ঘটনায় ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বহিষ্কৃত ১৩ জনের তালিকায় ৮ নম্বরে আদনান সাইফের নাম রয়েছে। বহিষ্কৃত হয়েও পরীক্ষায় অংশ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে আদনান সাইফকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, হল রুমে গিয়ে দেখি আদনান সাইফ পরীক্ষা দিচ্ছেন। বিষয়টি অত্যন্ত হতাশাজনক। আমাদের বিভাগের কিছু শিক্ষার্থী ছাত্রলীগকে নিয়মিত প্রশ্রয় দিয়ে আসছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার না করে বরং তাদের সুযোগ দেওয়া হচ্ছে। প্রশাসনের টালবাহানায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। একাধিকবার সময় নিয়েও তদন্ত কমিটি ভুলে ভরা ও অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছে। এর ফলে অভিযুক্তরা আবার ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।
এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, আমি ওই শিক্ষার্থীর বহিষ্কারের বিষয়ে কিছু জানি না। প্রশাসন থেকে বিভাগের সভাপতি বরাবর চিঠি আসে। বিভাগের সভাপতি ওই শিক্ষার্থীর বহিষ্কারের বিষয়ে আমাকে অবগত করেননি।
পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালাউদ্দিন বলেন, আদনান সাইফ পরীক্ষা দিয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে রোববার সকালে সে তার কয়েকজন সহপাঠীসহ আমার কাছে এসেছিল। সে দাবি করেছে, হামলায় সে জড়িত ছিল না এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার ছবি দেখিয়েছে। সে একটি আবেদনও দিয়েছে, যা আমি উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছি।