আবুজর গিফারি কলেজের গভর্নিং বডির সভাপতির অপসারণ দাবি

রাজধানীর আবুজর গিফারি কলেজের গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি
রাজধানীর আবুজর গিফারি কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মামুন চৌধুরী বিরুদ্ধে অনাস্থা জানিয়ে গভর্নিং বডির নতুন সভাপতি নিয়োগের দাবি জানিয়েছেন কলেজের গভর্নিং বডির সদস্য ও শিক্ষক পরিষদ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (১১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি মামুন চৌধুরী কলেজের প্রশাসনিক কাজে প্রতিনিয়ত হস্তক্ষেপ, শিক্ষকদের মাঝে গ্রুপিং ও কোন্দল সৃষ্টি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কলেজের পরিবেশ অস্থিতিশীল করছেন। এ অবস্থায় কলেজের গভর্নিং বডির সভাপতির অপসারণ দাবি করেন তারা।