কুয়েটে চলছে শিক্ষকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবম দিনের মতো শিক্ষকরা শিক্ষাকার্যক্রম থেকে বিরত রয়েছেন। অপরদিকে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের নতুন দাবিগুলো হলো একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা।
এই তিন দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা পুনরায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এসে অবস্থান গ্রহণ করে।
দুপুর ২টার পর শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচিতে দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী এবং ছাত্রবিষয়ক পরিচালক আবদুল্লাহ ইলিয়াস আক্তার হোসেন উপস্থিত হন।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন না করে শান্ত থাকার আহ্বান জানান।