শাবিপ্রবিতে ঈদ ও গ্রীষ্মের ছুটি ২১ দিন

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি পাচ্ছেন। আজ রোববার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত শাবিপ্রবির সব ক্লাস বন্ধ থাকবে। তবে ১৩ ও ১৪ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষার্থীদের ছুটি দুই দিন বেড়ে মোট ২১ দিন হবে।
এছাড়া, ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে, সেশনজট নিরসনের জন্য ১৮ থেকে ২২ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়। পরে ডিন্স কমিটির সুপারিশ অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি ১২ দিন থেকে কমিয়ে সাত দিন করা হয়।