ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তরুণীসহ চার বহিরাগত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে চার বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সচেতন শিক্ষার্থী। পরে তাদের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। গতকাল রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটকদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আব্দুল রউফ বলেন, আমি সিনেট ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি তিনজন ছেলে ও একজন মেয়ে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছে। আমরা তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বহিরাগত বলে জানায়। পরে আমরা প্রক্টরিয়াল টিমকে খবর দিলে তারা এসে চারজনকে থানায় নিয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, চারজনকে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। ঘটনাস্থল থেকে কোনো গাঁজা উদ্ধার করা যায়নি। তবে তারা গাঁজা সেবনের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আমরা তাদের পরিবারকে অবহিত করেছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।