জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ২০ জন প্রার্থী।
আজ সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম।
এ কে এম রাশিদুল আলম বলেন, মোট ২৭৬টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর ফলে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৭ জনসহ সর্বমোট ২৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তবে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করতে পারবেন।
এর আগে, গত ২১ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে জাকসুর বিভিন্ন পদে মোট ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে সোমবার (২৫ আগস্ট) খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে।
আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।