জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে স্থাপিত নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হবে।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে পাঁচজন ছাড়া বাকিরা প্রার্থিতা ফিরে পেয়েছেন। যদি কোনো শিক্ষার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করতে চান, তাহলে আজকের মধ্যেই তা করতে পারবেন।
রাশিদুল আলম আরও বলেন, আমরা আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। এরপর থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
এর আগে, ২৭ আগস্ট বাতিল হওয়া ২০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচন কমিশনের কাছে আপিল করলে রায়ের মাধ্যমে সবাই প্রার্থিতা ফিরে পান। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।