আপিলে জাকসুর প্রার্থিতা ফিরে পেলেন ১৫ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়া ২০ জনের মধ্যে আবেদন করা ১৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এ আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানি শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
রাশিদুল আলম বলেন, তথ্যগত অসঙ্গতির কারণে জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা থেকে ২০ জনকে বাদ দিয়েছিলাম। তাদের মধ্য থেকে ১৫ জন নির্বাচন কমিশনের কাছে আপিল আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে আপিল শুনানির পরে আমরা ১৫ জনকেই বৈধ প্রার্থী বলে ঘোষণা করেছি। একইসঙ্গে আমরা এই নির্বাচনের জন্য ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু করেছি।
প্রার্থীদের ডোপ টেস্ট করানো হবে কি না জানতে চাইলে রাশিদুলি আলম বলেন, আমরা কোনো প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ পেলে তাকে ডোপ টেস্ট করাব। তবে সবাইকে ডোপ টেস্ট করানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি।
২৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের পরে ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ১১ সেপ্টেম্বর একযোগে সব হলে অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।