গণভবনে মনোনয়নপ্রত্যাশী সাকিব আল হাসান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/26/saakib_gnnbhbn_chbi.jpg)
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন।
আজ রোববার (২৬ নভেম্বর) সকাল থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
গত শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।