ময়মনসিংহে স্বতন্ত্র দুই প্রার্থীর নির্বাচন বর্জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/07/myymhnsin_0.jpg)
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন দীপু ও অ্যাডভোকেট কায়সার আহমদ রোববার সকালে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ছবি : এনটিভি
অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন দীপু ও অ্যাডভোকেট কায়সার আহমদ নির্বাচন বর্জন করেছেন।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় সাংবাদিকদের কাছে ভোট বর্জনের সিদ্ধান্ত জানান এই দুই প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন দীপু ও অ্যাডভোকেট কায়সার আহমদ অভিযোগ করেন, ‘সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের সমর্থকরা কেন্দ্র দখল করে সিল মেরেছে এবং স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের মারধর করেছে। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। কিন্তু, এসব ঘটনায় প্রশাসন নীরব। তাই ভোট বর্জন করেছি।’