নখের সৌন্দর্যে ঘরোয়া উপায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/26/nail.jpg)
অনেক নারীই লম্বা নখ রাখতে পছন্দ করেন। কিন্তু অনেক সময় নখ বাড়তে পারে না, একটু বড় হলেই ভেঙে যায়। তাই অনেকেই নখ বাড়ানো বন্ধ করে দেন।
ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে নখ বাড়ানোর জন্য সহজ ঘরোয়া পরামর্শ দিয়েছে। আসুন, সে সম্পর্কে জেনে নিই—
রসুন
নখ লম্বা করতে রসুন খুব কার্যকর। লম্বা করার জন্য কাঁচা রসুনের কোয়া কেটে নখে ঘষুন। রসুনে সেলেনিয়াম নামক একটি উপাদান থাকে, যা নখকে শক্তিশালী ও লম্বা করতে সহায়তা করে।
লেবুর রস
ত্বক ও চুলের পাশাপাশি নখের জন্যও অনেক উপকারী লেবু। লেবুতে ভিটামিন সি রয়েছে, যা নখকে শক্তিশালী ও লম্বা করতে সহায়তা করে। লেবুর রস লাগাতে তুলায় লেবুর রস দিয়ে তা নখে লাগান। এটি করার ফলে নখ আগের চেয়ে শক্ত হয়ে উঠবে। লেবুর রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ম্যাসাজ করলে নখ লম্বা হয়।
নারকেল তেল
ত্বক ও চুলের জন্য খুব উপকারী নারকেল। ত্বক-চুলের পাশাপাশি নারকেল তেল নখ বাড়াতেও সহায়তা করে। যদি নখ বাড়ার পরিবর্তে দ্রুত ভেঙে যায়, তবে নখে নারকেল তেল লাগান। একটি পাত্রে নারকেল তেলের মধ্যে মধু মিশিয়ে নিন। তারপর ১৫ থেকে ২০ মিনিট এ মিশ্রণটিতে নখ ডুবিয়ে রাখুন। দেখুন ফল।
টুথপেস্ট
নখ বাড়ানোর জন্য টুথপেস্ট ব্যবহার করতে পারেন। নখের উপরে টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষুন। দেখুন ম্যাজিক।