বন্ধু নাকি প্রেমিক, কীভাবে বুঝবেন?

দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে একসঙ্গে চলার কারণে বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হতে পারে। আর এ কারণে সম্পর্কটি শুধুই বন্ধুত্ব নাকি প্রেম, তা নিয়ে অনেক সময় মনের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়। কিছু লক্ষণ রয়েছে, যা পর্যবেক্ষণ করলে সহজেই বুঝতে পারবেন, যার সঙ্গে চলছেন তিনি বন্ধু নাকি প্রেমিক।
এ ক্ষেত্রে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত লক্ষণগুলো একনজরে দেখে নিতে পারেন।
১. আপনার প্রতি বেশি মনোযোগী
তিনি যদি নিজে থেকে কথা বলতে আগ্রহী হন, আপনার যেকোনো প্রয়োজন পূরণে সব সময় সোচ্চার থাকেন অথবা আপনার কোনো প্রকার জোর দাবি ছাড়াই পর্যাপ্ত সময় দেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন।
২. নিয়মিত যোগাযোগ রাখা
তিনি কি নিয়মিত ফোন করেন? অথবা আপনি ফোন করলে কি দ্রুত প্রতিক্রিয়া পান? যদি উত্তর হয়—হ্যাঁ, তাহলে তাঁকে প্রেমিক বলতে পারেন।
৩. সম্পর্ক নিয়ে সচেতন থাকা
লক্ষ করুন, তিনি শুধু ঘুরতে কিংবা সময় কাটাতে পছন্দ করেন নাকি ভবিষ্যৎ নিয়েও সচেতন। ভবিষ্যৎ পরিকল্পনা না থাকলে বুঝতে হবে তিনি শুধু আপনার বন্ধু।
৪. অন্যদিকে তাকানো পরিহার করা
যখন দেখবেন আশপাশে সুন্দর কোনো মেয়ে থাকার পরও তিনি অন্যত্র তাকাচ্ছেন না, তখন বুঝবেন তিনি আপনার প্রেমিক।
৫. মনের কথা বুঝতে পারা
আপনার কী পছন্দ, কী অপছন্দ এসব যদি তিনি বুঝতে পারেন, তাহলে তাঁকে প্রেমিক বললে ভুল হবে না।
৬. মন্দ দিক গ্রহণ করা
ভুলত্রুটি নিয়ে মানুষ। তাই আপনার মন্দ দিকগুলো মেনে নিয়ে যদি তিনি আপনার সঙ্গে থাকেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন।