ঈদবাজার
আনাম র্যাংগসে পোশাকের সম্ভার

আভিজাত এলাকা ধানমণ্ডিতে রয়েছে ছোট বড় অনেক শপিংমল। এর মধ্যে অন্যতম আনাম র্যাংগস প্লাজা। কারণ সারা বছরই মার্কেটটি থাকে জমজমাট। তার সাথে এখন যুক্ত হয়েছে ঈদের কেনাকাটার বাড়তি আমেজ। তাই দোকানিরাও বেশ জমিয়ে বসেছে পোশাকের সম্ভার।
এখানে ঈদ কেনাকাটার সব পণ্যই পাবেন। শাড়ি, সেলোয়ার কমিজ, ছেলেদের প্যান্ট-শার্ট, শিশুদের পোশাক, জুতো-স্যান্ডেল, গহনা, এক্সেসরিজ কোনো কিছুই যেন বাদ নেই। এর পাশাপাশি রয়েছে বেশ কিছু নামকরা ব্র্যান্ডশপও। যার মধ্যে অন্যতম ছেলেদের আর্টিস্টি, মেয়েদের শাড়ির সম্ভার পলক, টেক্সমার্ট, এক্সেসরিজের জন্য বিক্ষাত রারচিজ গ্যালারি, মেয়েদের সাজ ও এক্সেসরিজের সম্ভার কে. জেড, পাবেন গ্যালারি অ্যাপেক্সের শোরুম, শিশুদের ব্র্যান্ড শোরুম বেবি শপছাড়াও অনেক শোরুম।
মার্কেটের গ্রাউন্ড ফ্লোরটি সাজানো হয়েছে মূলত মেয়েদের পোশাকের সাথে মানানসই জুয়েলারি, ব্যাগ, পার্স, কসমেটিক্সসহ অনেক পণ্য সামগ্রী দিয়ে। এ ছাড়া পাবেন স্বর্ণের দোকানও। এ ছাড়া মেটাল গহনা তো রয়েছেই।
দ্বিতীয় তলাতে পাবেন মেয়েদের পোশাক ও শাড়ির সম্ভার। এখানে রয়েছে অনেক বুটিকশপ। যেখানে পেয়ে যাবেন ভিন্ন কালেকশনের পোশাক। রয়েছে সিঙ্গেল থ্রিপিচের বেশ কিছু শপও।
তৃতীয় তলাটি সাজানো হয়েছে বেশ কয়েটি ব্র্যান্ডশপ দিয়ে। তার মধ্যে অন্যতম অ্যাপেক্স। এখানে পাবেন ছেলেমেয়ে-শিশুদের সব বয়সীদের জুতো। আছে মেয়েদের পোশাকের সাথে মানানসই জুয়েলারি, ব্যাগ, পার্স বা ঘোড়ির অন্যতম শোরুম কে জেড। এ ছাড়া রয়েছে আরচিজ গ্যালারিও।
চতুর্থ তলাতে প্রথমেই চোখে পড়বে আর্টিস্টি। এই শোরুম সাজানো হয়েছে ছেলে ও মেয়েদের যুগের সাথে তাল মেলানো পোশাক। আধুনিক ধাঁচের এই পোশাকের মধ্যে পাবেন মেয়েদের টপস, তাগা, সিঙ্গেল কামিজসহ অনেক পণ্য। আর ছেলেদের আয়োজনে রয়েছে শার্ট-প্যান্ট, টি-শার্ট এবং পাঞ্জাবির মনকাড়া উপস্থাপন। এবার তাদের পোশাকে বিশেষ করে পাঞ্জাবিতে এসেছে অঢেল পরিবর্তন। এ ছাড়া রয়েছে অনেক বুটিকশপ। শিশুদের পোশাকের সবচেয়ে বড় ব্র্যান্ড শপ ‘বেবিশপ’ও পাবেন এখানে। তাই আপনার ঈদ কেনাকাটার পুরোটাই সেরে ফেলতে পারেন আনাম র্যাংগস প্লাজা থেকে।