কেনাকাটা
জমে উঠছে যমুনা ফিউচার পার্ক

এবারই প্রথম ঈদের কেনাকাটায় যুক্ত হয়েছে যমুনা শপিংমল। গতবারই চালু হওয়া এই মার্কেটটি এবার ক্রেতাদের পদাচরণায় মুখরিত হয়ে উঠেছে। ক্রেতাদের কেনাকাটায় সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে মার্কেটটি। ইতিমধ্যে পার হয়েছে পনেরো রোজা, তাই ভিড়টা যেন একটু বেশিই। বসুন্ধরা সিটির মতোই অনেক নামিদামি শোরুম চালু হয়েছে। যেহেতু মার্কেটটির পাশেই রয়েছে বসুন্ধরা আবাসিক, ক্যান্টনমেন্ট, বনানী ও গুলশান এলাকা তাই ক্রেতার অভাব হচ্ছে না। আর অভিজাত এলাকার ক্রেতার কথা মাথায় রেখেই শপিং মলটিতে যুক্ত হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। তা ছাড়া উত্তরাবাসীর জন্য খুব কাছেই হয়েছে এই মার্কেট।
মার্কেটের নিচতলায় রয়েছে প্রায় সব নামিদামি ব্র্যান্ডের দোকান। এরমধ্যে অন্যতম জেন্টেল পার্ক, গো গ্রাসি, আড়ং, ইনফিটিনিটি, ক্যাটস আই, নবরূপা, সাদাকালো, দেশী দশ ইত্যাদি। দোতলায় পাবেন ইয়েলো, এস্টেসি, রিচম্যান, আর্টিজন, আর্টিস্টি কালেকশন, গ্রামীণ, টেক্সমার্ট, ফিট এলিগেন্স, লিভাইসসহ অন্য পোশাকের দোকান। তৃতীয়তলাটি সাজানো হয়েছে মূলত জুতার মার্কেটে। জুতার দোকানগুলোর মধ্যে বাটা, গ্যালারি এপেক্স, জিলস, লট্টো। বলা যায় সব ব্র্যান্ডই রয়েছে। চতুর্থতলাতে রয়েছে গহনার দোকান। এখানে সোনা, রুপা, ম্যাটাল সব গহনাই পাবেন। এ ছাড়া রয়েছে ডায়মন্ডের বেশকিছু দোকান। আর শিশুদের জন্য রয়েছে কিডল্যান্ড, বেবিশপ এবং টক্সেমার্ট জুনিয়রসহ বেশ কিছু শোরুম।
ঈদকে কেন্দ্র করে মার্কেটে চলছে নানা অফার। যেমন ক্যাশ ব্যাক, বিশেষ ডিসকাউন্ট আর কুপন। যা ক্রেতাদের নানা উপহার দেওয়ার মাধ্যমে দিচ্ছে শপিংয়ের পূর্ণ স্বাদ। কেনাকাটার পাশাপাশি ক্রেতাদের মনোরঞ্জনে যমুনা ফিউচার পার্কের ইস্টকোর্টে সার্কাস। এদিকে ঈদের কেনাকাটাকে আরো আকর্ষণীয় করতে ফিউচার পার্কের ওয়েস্টকোর্টে চলছে থাই ঈদ মেলা। যেখানে পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের পোশাক, প্রসাধনী। থাই মেলায় আরো পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের নানা স্বাদের ফল ও মনভোলানো চকোলেট।
ঈদের কেনাকাটায় পোশাকের পাশাপাশি সুগন্ধির রয়েছে বিশেষ চাহিদা। যমুনা ফিউচার পার্কে রয়েছে সুবিশাল পরিসরে বেশ কিছু পারফিউমের দোকান। যেখানে পাওয়া যাচ্ছে পৃথিবীর বিখ্যাত সব পারফিউম। এসব পারফিউমের সুগন্ধ শুধু মন ভোলাবে না, বাড়াবে আভিজাত্যও। তাই পোশাক-আশাকের সঙ্গে পারফিউম কিনতে ভুল করছে না ক্রেতারা। এশিয়ার বৃহত্তম এই শপিংমলেই আছে টাইম জোনের সুবিশাল শোরুম। যেখানে আছে পৃথিবীর সব বিখ্যাত ব্র্যান্ডের ঘড়ি। টাইটান, সিটিজেন, ক্রিডেন্স, রাডো কি নেই এখানে। তাই পছন্দের ঘড়ি নিতে ভিড় দেখা গেছে টাইমজোনের শোরুমেও। পুরো মার্কেট ঘুরে পাবেন ছেলে, মেয়ে, শিশুদের রকমারি পোশাক। এ ছাড়া রয়েছে অনেক এক্সেসরিজ পণ্য। এ ছাড়া মার্কেটটির টপ ফ্লোরে রয়েছে বিশাল ফুড জোন। যেখানে মিলবে ইফতারের নানা আইটেম। তাই ঈদ একসাথে সব কেনাকাটা করতে চাইলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে।