চাকরি ছাড়ার আগে...

জীবনের প্রয়োজনেই আমরা চাকরিতে যোগ দিই। একই কারণে চাকরি বদলাই। নতুন কর্মস্থল হয় আমাদের ঠিকানা। কিন্তু নতুন স্থানে যাওয়ার আগে বেশির ভাগ লোকজনের মনেই কিছু শঙ্কা থাকে। এগুলো দূর করতে পাঁচটি বিষয় অবশ্যই জানা থাকা উচিত বলে দ্য টাইম-এর এক প্রতিবেদনে বলা হয়।
১. আপনি একা নন। বর্তমানে বেশির ভাগ লোকই তাঁদের চাকরি নিয়ে অসন্তুষ্ট। বিরক্তিকর চাকরি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। বেকার লোকজনও বাজে চাকরিতে থাকা লোকজনের চেয়ে বেশি সুখী।
২. চাকরি হারানোর ভয় থাকার বাস্তব কিছু কারণ থাকতে পারে। চাকরি নিয়ে অনিশ্চয়তা আপনাকে শেষ করে দিতে পারে। তাই বর্তমান চাকরি ছাড়ার আগে নতুন একটি চাকরি চাই আগে।
৩. জানা উচিত, কোন ধরনের ক্যারিয়ার আপনাকে সুখী কিংবা অসুখী করে। নতুন চাকরি পাওয়ার পূর্বশর্ত হলো নেটওয়ার্কিং বা বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ।
৪. চাকরির সাক্ষাৎকারের জন্য একটি রৌদ্রোজ্জ্বল দিন ঠিক করুন। নিশ্চিত করুন আপনার সুন্দর লুক। বেশি ভদ্র সাজতে যাবেন না।
৫. সাক্ষাৎকারের সময় ফার্স্ট ইমপ্রেশন বা প্রথম অভিব্যক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো শরীরী ভাষা কী, তা বোঝার চেষ্টা করুন। জুঁতসই করমর্দন অনেক বেশি গুরুত্বপূর্ণ।