তেলাপোকা মারে চিনি!

চিনি আমাদের প্রতিদিনের খাবারে প্রায় অবিচ্ছেদ্য এক নাম। মিষ্টি যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য তো বটেই, যাঁরা পছন্দ করেন না, তাঁরাও একটু-আধটু চিনি খান কোনো না কোনোভাবে। তবে কেবল খাওয়াও নয়, তেলাপোকা মারতেও রীতিমতো অব্যর্থ অস্ত্র চিনি। চিনির আরো বিচিত্র সব ব্যবহার পাওয়া গেল ওয়ান্ডারলিস্টে।
১. লিপস্টিকের রং দীর্ঘক্ষণ স্থায়ী করতে পারে চিনি। লিপস্টিক দেওয়ার পর ঠোঁটের ওপর কিছুক্ষণ চিনি রেখে দিয়েই দেখুন!
২. চিনি দিয়ে তৈরি হতে পারে দুর্দান্ত বডি স্ক্রাব। আমন্ড, ক্যানোলা বা অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন, তার পরে গোসলের আগে ব্যবহার করুন। ত্বকের জন্য এটি খুবই উপকারী।
৩. ভিনেগার আর পানিতে পরিমাণমতো চিনি মিশিয়ে গাছ বা লতাপাতার ওপর প্রয়োগ করুন। এগুলো লম্বা সময় সতেজ থাকবে, সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়ারও দমন ঘটবে।
৪. বাগানকে পোকার হাত থেকে রক্ষা করতে চিনির জুড়ি নেই। ২৫০ বর্গফুট বাগানের জন্য দরকার পড়বে মাত্র আড়াই কেজি চিনি!
৫. ঘরে পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে চিনির জুড়ি নেই। পানি আর চিনির মিশ্রণ গরম করুন। তার পর একটি পাত্রে ভরে রেখে দিন। দেখবেন, দলে দলে পোকা এসে তার মধ্যে আত্মাহুতি দিয়ে চলেছে!
৬. বেকিং পাউডার আর চিনি সমপরিমাণে মিশিয়ে একটি পাত্রে রেখে দিন। তেলাপোকা মারতে আর কিছু লাগবে না। চিনির আকর্ষণে তেলাপোকা আসবে এবং বেকিং পাউডারের কারণে মারা যাবে।
৭. ব্লেন্ডার মেশিন, কফিমেকার কিংবা রান্নায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্র মাঝেমধ্যে গন্ধ হয়ে যায়। এতে চিনি মেশানো পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিন, পরে ধুয়ে ফেলুন। গন্ধ একদম থাকবে না।
৮. কেক, বিস্কুটের মতো কিছু খাবারের পাত্রে সুগার কিউব রেখে দিন। এগুলো ফ্রেশ থাকবে।
৯. কাপড়ে ঘাসের দাগ লেগে গেছে? কোনো চিন্তা নেই। চিনির মিশ্রণ প্রয়োগ করুন কাপড়ে। একদম হাওয়া হয়ে যাবে দাগ।
১০. চিজ বা পনির দীর্ঘদিন ধরে সতেজ রাখা যায় চিনির মাধ্যমে। কিচ্ছু না, সামান্য সুগার কিউব রেখে দিন। সেটাই সংরক্ষণের কাজ সেরে নেবে!