কফির দাগ দূর করে ডিমের কুসুম!

অনেক সময় কফি খেতে খেতে কাপড়ে পড়ে যায়। আবার টেবিলক্লথেও পড়ে। এমনকি কাপ থেকে এর দাগ সহজে যেতে চায় না। আসলে এই দাগ দূর করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। তাই বলে দাগের ভয়ে কফি খাওয়া ছেড়ে দিব, তা কী হয়? চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলে রিডার্স ডায়জেস্টে প্রকাশিত কফির দাগ দূর করার পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
ভিনেগার
কাপড় থেকে কফির দাগ দূর করতে ভিনেগার বেশ কার্যকর। তিন ভাগ পানির সঙ্গে একভাগ ভিনেগার মিশিয়ে এই মিশ্রণে সারারাত কাপড় ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, খুব সহজেই কফির দাগ দূর হয়ে যাবে।
বেবি উইপস অথবা ওয়েট টিস্যু
কাপড়ে কফি পরার সঙ্গে সঙ্গে বেবি উইপস অথবা ওয়েট টিস্যু দিয়ে মুছে ফেলুন। এরপর ডিটারজেন্টে ভেজানো পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে খুব সহজেই কফির দাগ চলে যাবে।
বেকিং সোডা
কাপে লেগে থাকা কফির দাগ দূর করে বেকিং সোডা। বেকিং সোডা কিছুক্ষণ সামান্য পানিতে ভিজিয়ে রেখে কাপে মেখে ঘষতে থাকুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে কাপ নতুনের মতো ঝকঝক করবে।
ডিমের কুসুম
শুনলে অবাক হবেন যে, ডিমের কুসুম সহজেই কাপড়ে লাগা কফির দাগ দূর করে। ডিমের কুসুম ফেটে নিয়ে ১ মিনিট কাপড়ের ওপর দিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট ভেজানো পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। কফির দাগ চলে যাবে।
লবণ
কফি পট ও কাপে লেগে থাকা কফির দাগ দূর করতে লবণ ব্যবহার করতে পারেন। সাদা ভিনেগারের সঙ্গে সমান পরিমাণে লবণ মিশিয়ে স্ক্রাবারে লাগিয়ে কাপ এবং কফির পটে ভালো করে ঘষুণ। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন অনেক দিনের দাগও দূর হয়ে যাবে।