রাশিফল
মনোবল বাড়বে কর্কটের, ভালো খবর পাবেন মীন

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯, অধিপতি গ্রহ-রবি ও মঙ্গল, শুভ সংখ্যা-১ ও ৯, শুভ বার-রবিবার ও মঙ্গলবার, শুভ রত্ন- চুনি ও প্রবাল। প্রকৃতভাবে আপনি সাহসী, মেজাজি ও উদ্যোগী। আপনার আত্মবিশ্বাসের সঙ্গে আছে আগ্রাসী মনোভাব। দ্রুত কথা বলতে ও কাজ করতে পারেন আপনি। সহজে উত্তেজিত হন। স্পষ্টবাদিতা অনেক শত্রুর জন্ম দিতে পারে। আপনার ন্যায়বিচার বোধ প্রবল। স্বাধীন স্বকীয়তা নিয়ে বাঁচতে চান। সরাসরি লক্ষ্যে পৌঁছাতে চান। নেতৃত্ব ও বন্ধুত্বের গুণাবলি সামাজিক কাজ বা আন্দোলনের সঙ্গে জড়িয়ে ফেলতে পারে। ধৈর্যশীল ও কুশলী হলে আপনি দ্রুত সাফল্যের পথে এগিয়ে যাবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কাসপার ওয়াইন বার্গার, শেলি উইনটার্স, রোমান পোলানস্কি, বিজয়লক্ষ্মী পণ্ডিত, আবুবকর সিদ্দিক, অভিনেতা ফারুক, প্রবীর মিত্র।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় বিচলিত হবেন না। পরিমিত বিশ্রাম প্রয়োজন হতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সাফল্য আশা করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নির সঙ্গে সুসম্পর্ক বিরাজ করবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। সাহসিকতার সঙ্গে যেকোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তার অবসান হতে পারে। যাত্রা শুভ।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমন হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়িক কাজকর্মে সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসাক্ষেত্রে বাকি বকেয়া পরিহার করার চেষ্টা করুন। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। মনের যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারবেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে পারবেন। সন্তানের অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। তবে সন্ধ্যার পর পরিস্থিতির উন্নতি আশা করা যায়।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো নাও থাকতে পারে। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। লোকসানের সম্মুখীন হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন। জ্যেষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। রাজনীতিকদের জন্য সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ ভালো থাকবে। সামাজিক কাজের জন্য প্রশংসিত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। চাকরিজীবীদের সময় অনুকূলে থাকবে। প্রাতিষ্ঠানিক কাজকর্মে প্রশংসিত হতে পারেন। যোগাযোগ শুভ।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো আত্মীয়ের সাহচর্য আনন্দদায়ক হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সুফল পাবেন। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা আছে। তীর্থযাত্রায় উদ্যোগ নিতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। শরীর অসুস্থ হতে পারে। রোগব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না। খারাপ কোনো সংবাদ পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। অপবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের উদ্যোগে অনুকূল সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। আজ কোনো ভালো সংবাদ পেতে পারেন।