সুগন্ধির ৭টি ভিন্ন ব্যবহার

দৈনন্দিন জীবনে সুগন্ধি নানা কাজে ব্যবহৃত হয়। ছবি : সংগৃহীত
বাইরে বেরোনোর আগে সুগন্ধী ব্যবহার করা আবশ্যক। তাই প্রতিদিনই সুগন্ধী ব্যবহার করতে হয়। ব্যক্তিভেদে কেউ মিষ্টি ঘ্রাণের সুগন্ধি বেছে নেন, কেউ বা আবার কড়া ঘ্রাণের সুগন্ধি পছন্দ করেন। কিন্তু শুনলে অবাক হবেন, ঘ্রাণের বাইরেও সুগন্ধির ভিন্ন ব্যবহার রয়েছে। রিডার্স ডাইজেস্টে সুগন্ধির কিছু ভিন্ন ব্যবহারের কথা বলা হয়েছে।
- অনেক সময় দরজা আটকানো বা খোলার সময় একটা শব্দ হয়। যা খুবই বিরক্তকর। এ ক্ষেত্রে দরজার কবজায় সুগন্ধি স্প্রে করুন। কিছুক্ষণ পর এই শব্দ বন্ধ হয়ে যাবে।
- মাশার কামড়ের পর অনেকক্ষণ হাতে চুলকানি হয়। ওই জায়গায় ডিওডোরেন্ট স্প্রে করলে চুলকানির সমস্যা দূর হবে।
- অনেক সময় নতুন জুতা পরার পর পায়ে ফোসকা পড়ে। এক্ষেত্রে জুতার মধ্যে সুগন্ধি স্প্রে করে পা ভালোভাবে শুকিয়ে এরপর জুতা পরুন। ফোসকা পড়ার সমস্যা আর থাকবে না।
- আলমারিতে সুগন্ধি স্প্রে করুন। এতে কাপড়ে গন্ধ হবে না বরং যখনই আলমারি খুলবেন তখন সুন্দর একটা ঘ্রাণ আপনার নাকে এসে লাগবে।
- হাতে সুগন্ধি নিয়ে মেকআপের আগে চোখের নিচে এবং টি জোনে হালকাভাবে লাগান। এতে মেকআপের পর আর তেলতেলে ভাব থাকবে না।
- রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে সুগন্ধি মেখে ঘুমান। সুগন্ধির আর্দ্রতা এবং ঘ্রাণ আপনাকে অ্যারোমার অনুভূতি দেবে। আর এতে আপনার পা-ও ভালো থাকবে।
- জিন্সের প্যান্ট যদি অনেক টাইট হয় এবং গায়ে চাপাতে যুদ্ধ করতে হয় তাহলে আগে পায়ে সুগন্ধি স্প্রে করে নিয়ে জিন্সের প্যান্ট পরুন। দেখবেন, খুব সহজেই পায়ে ঢুকে যাবে জিন্স।