শপিংকে আনন্দময় করতে ভিন্ন আয়োজন

এক্সক্লুসিভ পোশাকের প্রদর্শনী, মাকসুদ ও ঢাকার গান, পাশাপাশি ছিলে হাল আমলে জনপ্রিয় হয়ে ওঠা স্ট্যান্ড আপ কমেডি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে এমনই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাম্বার প্রেজেন্টস রিয়ালিটি লাইফস্টাইল শো’।
এই আয়োজন সম্পর্কে অ্যাম্বার ফ্যাশনের উদ্যোক্তারা বলেছেন, বিজ্ঞাপনে প্রায়ই শোনা যায় শপিংয়ের অভিজ্ঞতা আনন্দময় করে তোলার কথা। কিন্তু সত্যিকার অর্থে সেটা কেউ করে না। বড়জোর শপিং ব্যাপারটা আরামদায়ক বা সুবিধাজনক করে তোলা পর্যন্ত তা সীমাবদ্ধ থাকে। শহুরে নাগরিকদের জন্য শপিং মলে এসে কেনাকাটা করাটাই এখন একটি বিনোদন হয়ে উঠেছে। তার সঙ্গে মূলধারার বিনোদন যোগ করা হয়েছে এই অভিনব আয়োজনে। টেলিভিশনের পর্দায় যেসব অনুষ্ঠান দেখা যায়, কারো যাতে মনে না হয় যে শপিং করতে এসে সেসব অনুষ্ঠান মিস হয়ে যাচ্ছে। সেই চিন্তা থেকেই এই আয়োজন।’
শুক্রবারের এই আয়োজনে মানুষের অভূতপূর্ব সাড়া ও অংশগ্রহণ থেকে উদ্যোক্তা অ্যাম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ বলেন, ‘অ্যাম্বার ফ্যাশন পরিবারের ছোট-বড় সবার জন্যই। এ ধরনের অভিনব আয়োজন ভবিষ্যতেও আরো করার চেষ্টা করব।’