ঘরকে জীবাণুমুক্ত রাখার সহজ উপায়

ঘর পরিষ্কার রাখার পাশাপাশি জীবাণুমুক্ত রাখা জরুরি। কেননা, এ থেকে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। তাই পরিবারের সদস্যদের সুস্থ রাখতে ঘর কেবল পরিষ্কারই নয়, জীবাণুমুক্ত রাখুন। লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে ঘর জীবাণুমুক্ত রাখার কিছু প্রাকৃতিক উপায়ের কথা।
খাবার ঘর
দুটি মাঝারি আকৃতির লেবু নিন। এর থেকে রস বের করে এক চা চামচ জলপাইয়ের তেল বা সবজির তেল মেশান। এর পর টেবিলের ওপর স্প্রে করুন। এটি খাওয়ার টেবিলকে জীবাণুমুক্ত রাখবে।
শিশুদের ঘর
শিশুরা জীবাণুর সংক্রমণে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। তাই শিশুদের ঘর পরিষ্কার করতে ভিনেগার দিয়ে টেবিল, চেয়ার, পোশাক ও খেলনার আলমারি পরিষ্কার করুন।
শোবার ঘর
শোবার ঘরের আসবাব ভিনেগার দিয়ে পরিষ্কার করুন। এ ছাড়া বালিশের কভার, বিছানার চাদর ইত্যাদি ধোয়ার সময় পানির মধ্যে ভিনেগার ও সামান্য পরিমাণ লেবুর রস মেশাতে পারেন।
বাথরুম
বাথরুমের বেসিন, কল, ঝর্ণা এগুলো জীবাণুমুক্ত করতে পানির মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পরিষ্কার করতে পারেন বা লেবুর তেলও ব্যবহার করতে পারেন। এ ছাড়া চা-গাছের তেল দিয়ে কমোড পরিষ্কার করতে পারেন।
বসার ঘর
সোফার কভার জীবাণুমুক্ত করতে এর ওপর বেকিং সোডা ছিটাতে পারেন। ৩০ মিনিট রাখার পর সোফার স্যাঁতসেঁতে কভারটি ধুয়ে ফেলুন। বেকিং সোডার মধ্যে রয়েছে জীবাণু দূর করার শক্তিশালী উপাদান।
রান্নাঘর
লেবুর রস ও ভিনেগার মিশিয়ে রান্নাঘরের সিংক, চুলার আশপাশ পরিষ্কার করতে পারেন। এতে রান্নাঘর জীবাণুমুক্ত হবে।