মেনজ ক্লাবে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর

তারুণ্যের লাইফস্টাইল ব্র্যান্ড ‘মেনজ ক্লাব’ পা দিল ১৬ বছরে। ফ্যাশন ফোরকাস্টিং এবং ট্রেন্ডের জুতসই মেলবন্ধনে তারুণ্যের ফরমাল ও ক্যাজুয়াল রেডি টু ওয়্যার ব্র্যান্ডরূপে প্রতিষ্ঠা পেয়েছে এ দীর্ঘ পথচলায়। নিত্যনতুন ব্র্যান্ডিং পরিকল্পনার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইভেন্টে নতুন ব্র্যান্ড মডেল খুঁজে নিল ‘মেনজ ক্লাব’।
মেনজ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হেলাল বলেন, ‘ফেসবুক ক্যাম্পেইন এবং তিন দিনের গ্রুমিং সেশনের মাধ্যমে মেনজ ক্লাব খুঁজে পেল নতুন মুখ।’
উল্লেখ্য, ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইনের মাধ্যমে সেরা ১১ এবং মেনজ ক্লাব নতুন মুখ নির্বাচিত হয় এবার। মেনজ ক্লাব নতুন মুখ সামির রহমান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন পরবর্তী ফ্যাশন ফটোশুটগুলোতে।
পাশাপাশি নতুন পোশাক লাইন নিয়ে ফেসবুকসহ বিভিন্ন প্রচারেও অংশ নেবেন নির্বাচিত মডেলরা।