চালের পাঁচটি ভিন্ন ব্যবহার

ভাত না খেলে বাঙালির চলেই না। তাই চাল আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু আপনি কি জানেন এই চাল দৈনন্দিন জীবনের আরো কত কাজে লাগে? না জেনে থাকলে আজই জেনে নিন। লাইফস্টাইল ম্যাগাজিন রিডার্স ডাইজেস্টে চালের কয়েকটি ভিন্ন ব্যবহারের কথা বলা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
কফি গ্রিন্ডার পরিষ্কার করে
নোংরা কফি গ্রিন্ডার সহজেই পরিষ্কার করে ভাতের চাল। কফি গ্রিন্ডারের মধ্যে আধা কাপ চাল নিয়ে ভালো করে গুঁড়ো করুন। কফি গ্রেন্ডারের তেলতেলে ভাব দূর করে চাল এবং গ্রেন্ডারের ব্লেডকে ধারালো করে। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন কফি গ্রিন্ডারটি।
পানিতে ভেজা ইলেকট্রিক পণ্য রক্ষা করে
আপনার ফোন পানিতে পড়ে গেলে চালই আপনার ফোনকে রক্ষা করবে। প্রথমে ফোনের ব্যাটারিটি খুলে ফেলুন। একটি বাটির মধ্যে চাল নিয়ে এর মধ্যে ফোন রেখে চাল দিয়ে ঢেকে দিন। সারা রাত রেখে দিন। দেখবেন পরদিন সকালে ফোন ঠিক হয়ে গেছে। তবে মনে রাখবেন, কখনোই হেয়ার ড্রাইয়ার দিয়ে ভেজা ফোন শুকানোর চেষ্টা করবেন না। এতে ফোন নষ্ট হয় যাওয়ার আশঙ্কা থাকবে।
লোহার মরিচা দূর করে
বাক্সের মধ্যে লোহাজাতীয় পণ্যের ওপর চাল ছড়িয়ে রাখুন। চাল বাতাসের আর্দ্রতা ধরে রাখবে এবং এগুলোকে শুষ্ক ও ধুলাবালি থেকে মুক্ত রাখবে। এর ফলে এসব জিনিসে সহজে মরিচা পড়বে না।
কাচের গ্লাস ও ফুলদানি পরিষ্কার করে
কাচের গ্লাস, বোতল ও ফুলদানি চাল দিয়ে সহজেই পরিষ্কার করতে পারবেন। এগুলোর মধ্যে চাল রেখে তার সঙ্গে সাবান মেশানো পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। দেখবেন, এগুলো পানি দিয়ে ধোয়ার পর নতুনের মতো ঝকঝক করবে।
সিলভার-জাতীয় পণ্যের মরিচা দূর করে
অনেক সময় সিলভার-জাতীয় পণ্য পলিশ করা দরকার হয়ে পড়ে। না হলে এগুলোতে মরিচা পড়ে যায়। এ ক্ষেত্রে কেবিনেটের মধ্যে চাল রেখে তার ওপর সিলভারের জিনিস রাখুন। এর ফলে এগুলোতে আর মরিচা পড়বে না।