ভালোবাসা দিবসে ওমেন্স ওয়ার্ল্ডের অফার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/02/10/photo-1549784068.jpg)
শীত শেষ হতে চলেছে। বাতাসে ফাল্গুনের ছোঁয়া আর মনে-প্রকৃতিতে বসন্তকাল। এই বসন্তকে ঘিরে শুরু হতে যাচ্ছে নানা রঙের ও নানা রকম উৎসবের সমারোহ।
এর মধ্যে ১৪ ফেব্রুয়ারি হচ্ছে ‘ভ্যালেন্টাইন্স ডে’। মানুষ নতুন করে তার ভালোবাসার অনুভূতি প্রকাশের সুযোগ পায় এই দিনে।
বিশেষ এই দিনটিতে প্রিয়জনের কাছে নিজেকে আপন সৌন্দর্যে রাঙিয়ে তুলতে চায় সবাই। এ জন্য বরাবরের মতো এবারও বাংলাদেশের স্বনামধন্য বিউটি সেলুন ‘ওমেন্স ওয়ার্ল্ড’ নিয়ে এসেছে ‘ভ্যালেন্টাইন্স প্যাকেজ ফর অল’। সাশ্রয়ী এই প্যাকেজটির মূল্য শুরু হয়েছে মাত্র এক হাজার টাকা থেকে।
এ ছাড়া বসন্তের দিনগুলোতে রোদ ও ধুলাবালির হাত থেকে নিজেকে সতেজ রাখার জন্য রেগুলার সার্ভিসের সমন্বয়ে ‘রেগুলার সার্ভিস প্যাকেজ’ তো থাকছেই। সেগুলো দেড় হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, ‘সানডে প্যাকেজ ফর হ্যাপি সানডে’ও রয়েছে ওমেন্স ওয়ার্ল্ডে।