চুল দ্রুত বড় করার তিন উপায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/03/03/photo-1551608433.jpg)
চুল দ্রুত বড় করতে লাগাতে পারেন নিমের পেস্ট। ছবি : সংগৃহীত
সব নারীই চান, তাঁদের চুল সুন্দর ও স্বাস্থ্যবান হোক। অনেকে আবার চুল বড় রাখতেও পছন্দ করেন। কিছু উপায় রয়েছে, যেগুলো মেনে চললে দ্রুত চুল বড় করা যায়। চুল দ্রুত বড় করার উপায়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
ডিমের মাস্ক
চুল দ্রুত বড় করার জন্য ডিমের মাস্ক বেশ উপকারী। ডিমের মধ্যে রয়েছে সালফার, জিংক, স্যালেনিয়াম, আয়রন, ফসফরাস। ডিমের মাস্ক চুলে প্রোটিনের চাহিদা পূরণ করে চুল দ্রুত বড় করতে কাজ করে।
নিম
নিম পেস্ট স্ক্যাল্পের জন্য ভালো। চুলের সাদা হওয়া প্রতিরোধে এবং চুল দ্রুত বড় করতে নিম পেস্টের ব্যবহার একটি উপকারী সমাধান। নিমপাতা দিয়ে ভারি পেস্ট তৈরি করে স্ক্যাল্পে মাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস
এটি চুল দ্রুত বড় করার একটি পুরোনো উপায়। পেঁয়াজের মধ্যে থাকা সালফার উপাদান কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং চুল দ্রুত বড় করে।