ঘর পরিষ্কার করুন প্রাকৃতিক উপায়ে!

ঘর পরিষ্কারের কাজে লেবুর রস খুবই কার্যকর। ছবি : সংগৃহীত
সব বাসাতেই লেবু থাকে। এই এসিডিক ফলটি আপনার ঘর পরিষ্কারের কাজে কতটা কার্যকর, আপনি কি জানেন? বাজারের যেসব লিকুইড দিয়ে আমরা ঘর পরিষ্কার করি, তাতে কেমিক্যাল থাকে, যা আমাদের ত্বক ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভিনেগারের সঙ্গে লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে ঘর পরিষ্কারের কাজে ব্যবহার করুন। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে ঘর পরিষ্কারে লেবুর রস ব্যবহারের বিভিন্ন পদ্ধতির কথা।
- মগের মধ্যে বেকিং সোডা, লেবুর রস ও পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণ দিয়ে জানালার গ্লাস ঘষুন। এর পর ভেজা তোয়ালে দিয়ে কাচ মুছে ফেলুন। দেখবেন, আপনার ঘরের জানালার কাচ নতুনের মতো ঝকঝক করবে।
- রান্নাঘরের সিংকের ওপর লেবুর রস ছিটিয়ে এর ওপর লবণ ছড়িয়ে দিন। একটি ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। এবার হালকা গরম পানি দিয়ে সিংক ধুয়ে ফেলুন। এতে সিংক পরিষ্কার হওয়ার পাশাপাশি এর জীবাণুও দূর হবে।
- কমোডের বসার জায়গাটি অনেক দিন ব্যবহারের পর দাগ পড়ে যায়। লেবুর রস এর ওপর ছড়িয়ে রাখুন। এবার সামান্য বেকিং সোডা এর ওপর ছিটিয়ে দিন। এর পর একটি ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। প্রতি সপ্তাহে এভাবে পরিষ্কার করলে কমোডে আর দাগ পড়বে না।
- বাসন ধোয়ার জন্য লেবুর রস খুবই কার্যকর। প্রথমে সাবান দিয়ে বাসন ধুয়ে এর পর ভিনেগার ও লেবুর রস মেশানো পানির মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। সবশেষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, বাসন নতুনের মতো ঝকঝক করবে।
- মেঝে পরিষ্কারের জন্যও আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রস কিছুক্ষণ মেঝেতে ছিটিয়ে রাখুন। ১০ মিনিট পর ভিনেগার, পানি ও লবণ মেশানো পানি দিয়ে মেঝে মুছে ফেলুন। এতে মেঝের সব জীবাণু দূর হয়ে যাবে এবং টাইলসের দাগ দূর হবে।