ত্বক শুষ্ক, বুঝবেন কীভাবে?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/03/photo-1446539828.jpg)
শীতের দিন শুষ্ক ত্বক আরো শুষ্ক হয়ে যায়। ছবি : সংগৃহীত
শীতের দিনে সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হয় শুষ্ক ত্বকের কারণে। কারণ শীতের দিতে শুষ্ক ত্বক আরো বেশি শুষ্ক হয়ে যায়। এ কারণে এ সময় শুষ্ক ত্বকের চাই বাড়তি যত্ন। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের ত্বক শুষ্ক না তৈলাক্ত না মিশ্র। আর ত্বক বললেই আমরা মুখের ত্বকের কথা চিন্তা করি। মনে রাখবেন, শরীর ও মাথার ত্বকও মুখের মতো সমানভাবে গুরুত্বপূর্ণ। কিছু লক্ষণ দেখলেই বুঝে যাবেন আপনার ত্বক কতটা শুষ্ক। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, শুষ্ক ত্বকের কিছু লক্ষণের কথা। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
- শুষ্ক ত্বক অনেক বেশি টানটান হয়। বিশেষ করে গোসলের পর শরীর অনেক বেশি শুষ্ক হয়ে যায়। এই লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ত্বক শুষ্ক। এ ক্ষেত্রে ক্রিম ময়েশ্চারাইজার ব্যবহার না করে লিকুইড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
- শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজারের অভাবের কারণে ত্বক অনেক বেশি খসখসে হয়ে যায়। এর ফলে ত্বকে চুলকানির মতো সমস্যা দেখা দেয়। দিনে কয়েকবার শরীরে লোশন ব্যবহার করুন। এতে চুলকানির সমস্যা কমে যাবে।
- শুষ্ক ত্বক দেখতে অনেক রুক্ষ লাগে। আঙুল, হাত, পা, ঘাড় সাদা সাদা হয়ে যায়। এটি শুষ্ক ত্বকের অন্যতম লক্ষণ। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
- চুলকানি শুষ্ক ত্বকের একটি সাধারণ সমস্যা। যাঁদের শুষ্ক ত্বক তাদের সব সময়ই চুলকানির সমস্যাটি হয়। তাই সব সময় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- শুষ্ক ত্বকে বলিরেখার মতো ভাজ দেখা যায়। দেখতে অনেকটা সাদা হয়ে থাকে। সাধারণত কপালে এমন রেখা দেখা যায়। সপ্তাহে একদিন মধু দিয়ে ত্বক হালকা ম্যাসাজ করে নিন। এতে বলিরেখা দূর হবে।
- শুষ্ক ত্বকে অবশ্যই র্যাশ হবে। আর এই র্যাশের কারণে ত্বক হয়ে পড়ে প্রাণহীন। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে ত্বকে চার-পাঁচ মিনিট ম্যাসাজ করে নিন। এতে ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে।
- শুষ্ক ত্বকের চামড়া ওঠা একটি মারাত্মক সমস্যা। আর শীতের দিন এই সমস্যাটি অনেক বেশি দেখা দেয়। তাই গোসলের পরপরই শরীর ভেজা থাকা অবস্থায় বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের মাথায় খুশকির পরিমাণ বেশি থাকে। সব সময় মাথার ত্বক চুলকায় এবং সাদা সাদা খুশকি দেখা যায়। তাই যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা মাথায় শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন। এতে মাথার ত্বক শুষ্ক কম হবে।
- শুষ্ক ত্বকের আরো একটি প্রধান লক্ষণ হলো পা ফাটা। পায়ের গোড়ালি ফাটা সমস্যা অনেকেরই থাকে। অনেকই বিষয়টি অবহেলা করে। কিন্তু সব সময় একটু যত্ন নিলে, পায়ে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে পায়ের গোড়ালি ফাটা সমস্যার সমাধান হবে।