পিপিএসির প্রথম বাংলাদেশি অ্যাম্বাসাডর প্রীত রেজা

চীনের সাংহাইতে আয়োজিত হতে যাচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার্স এশিয়া কমিউনিটি (পিপিএসি)-এর বার্ষিক সম্মেলন। ২০১৬ সালের ১৩-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে আলোকচিত্রী এবং ওয়েডিং ডায়েরির চিফ ফটোগ্রাফার প্রীত রেজাকে ‘বাংলাদেশ অ্যাম্বাসাডর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফটোগ্রাফারদের আন্তর্জাতিক এই কমিউনিটি।
এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আলোকচিত্রী এই আয়োজনে অংশগ্রহণ করছেন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার কোনো আলোকচিত্রী প্রথমবারের মতো এই ফোরামের সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছেন।
আগামী বছর হতে যাওয়া এই কনফারেন্সে প্রীত রেজা অ্যাম্বাসাডর সনদত্র গ্রহণ করবেন। এই আয়োজনে তাঁকে পিপিএসির অন্য সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। পিপিএসির অফিশিয়াল ওয়েবসাইটে থাকবে প্রীত রেজার বিভিন্ন কাজের নমুনাসহ পুরো প্রোফাইল।
এ প্রসঙ্গে প্রীত রেজা বলেন, ‘এই সম্মান আমার একার নয়, বরং আমাদের পুরো ফটোগ্রাফি ইন্ডাস্ট্রির। আমাদের দেশের আলোকচিত্রীর তোলা ডকুমেন্টারি আলোকচিত্র এরই মধ্যে দেশে-বিদেশে নাম কুড়িয়েছে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ঠিক তেমনিভাবে বাংলাদেশের কমার্শিয়াল আলোকচিত্রও বিশ্বদরবারে জায়গা করে নেবে।’
ফটোজার্নালিস্ট প্রীত রেজা বাংলাদেশের আধুনিক ওয়েডিং ফটোগ্রাফির পুরোধা এবং ওয়েডিং এক্সিবিশনের ধারণাটিও বাংলাদেশে তিনিই সর্বপ্রথম নিয়ে আসেন।