নগরে স্পা
শরীর ও মন সতেজ করতে হারমনি স্পা

বর্তমান সময়ে সৌন্দর্য চর্চার অনন্য একটি মাধ্যম স্পা। সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি এটি কাজের ব্যস্ততায় মানসিক চাপ, আলস্য, ক্লান্তি দূর করতেও বেশ কার্যকর। শরীর ও মনের সুস্থতার জন্য বর্তমান সময়ে গুরুত্ব বেড়েছে স্পা ট্রিটমেন্টের। এটা যে শুধু শরীরকে সতেজ আর ঝরঝরে করে তা নয়, স্পা নিলে মানসিক নানা চাপ থেকেও মেলে মুক্তি।
ক্লিওপেট্রা বিউটি স্যালুন এবং হারমনি স্পার স্বত্বাধিকারী রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা বলেন, ‘সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ম্যাসাজ করে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মানুষকে প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত করে স্পাতে দূর করা যায় সব ক্লান্তি ও অবসাদ। নিয়মিত স্পা কর্মক্ষমতা ও সজীবতা বাড়ায় আবার ত্বকের হারানো জৌলুশ ফিরিয়ে এনে ত্বককে উজ্জ্বল ও সুন্দর করে। অবসাদ দূর করতে ও সৌন্দর্য চর্চায় স্পা আধুনিক নাম হলেও এটি একটি সনাতন পদ্ধতি। থাইল্যান্ডের প্রাচীন রীতিতে শরীরের বিভিন্ন স্থানে ম্যাসাজ করার কারণে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয়, শরীর হয়ে ওঠে ঝরঝরে ও অবসাদমুক্ত।’
রীতা আরো বলেন, ‘আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যেমন- বিভিন্ন ধরনের তেল, এসেন্স, স্ক্রাব ও প্যাক ব্যবহার করি। যা ত্বককে করে তোলে উজ্জ্বল ও সুন্দর।”
এ ছাড়া এখানে যে প্যাকগুলো ব্যবহার করা হয় তাও নিজেদের তৈরি বলে জানান রীতা। তাই অন্য যেকোনো জায়গা থেকে এখানকার স্পাতে পাবেন ভিন্নতার ছোঁয়া। হারমিন স্পাতে যে ধরনের সেবা দেওয়া হয় তা হলো :
হারমনি ফেশিয়াল
কমবেশি সবারই ত্বকের ওপর নজর থাকে সবচেয়ে বেশি। তাই সবাই চায় এর উজ্জ্বলতা ধরে রাখতে। হারমনি স্পা তাদের হারমনি প্যাকেজে দুটি ভিন্ন ধরনের ট্রিটমেন্ট রেখেছে। একটি স্পা ফেশিয়াল অন্যটি আয়ুর্বেদিক ফেশিয়াল। স্পা ফেশিয়াল মূলত দুটি ধাপে করা হয়। প্রথমটি আপনার ত্বকের রিংকেল সারাতে কাজ করে। পরেরটি ত্বকে জৌলুস নিয়ে আসে। অন্যদিকে আয়ুর্বেদিক ফেশিয়ালে প্রাকৃতিক উপাদান ও হারমনির স্পার নিজস্ব প্যাক ব্যবহার করা হয়। যা সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে তৈরি।
বডি স্ক্রাব
আমরা শুধু মুখের পরিচর্যায় ব্যস্ত থাকি। তবে শরীর ঠিক রাখতে, এরও যথেষ্ট পরিচর্যার দরকার আছে। যা পাবেন বডি স্ক্রাবের মাধ্যমে। আপনার শরীরের বিভিন্ন অংশের মৃত কোষ ঝরিয়ে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে। অন্যদিকে ত্বককে করে তুলবে অনেক বেশি সতেজ। একই সাথে শরীরের রক্ত চলাচলও অনেক দ্রুত হয়। হারমনি স্পার এই প্যাকেজে থাকছে বাথট্রিট, বডি ম্যাসাজ এবং বডি ট্রিটমেন্ট। সময় ও উপাদানের ওপর নির্ভর করে এর মূল্য নির্ধারণ করা হয়।
ক্লান্তি দূর ট্রিটমেন্ট
এটা সাধারণত বিভিন্ন ধরনের মাসাজের মাধ্যমে আপনার শরীরকে চাঙ্গা করে তুলতে সাহায্য করে। এটি পেশিকে শিথিল করার জন্য ব্যবহৃত হয়। এ ধরনের মাসাজে খুব ধীরে শরীরে চাপ প্রয়োগ করা হয়। যা আপনাকে আরাম দেবে। আর্থ্রাইটিস, বাতের ব্যথা, গাঁটের ব্যথা, শ্বাসকষ্ট, মাইগ্রেনের ক্ষেত্রে এ ধরনের ম্যাসাজ খুব উপকারী। তাদের এই প্যাকেজে রয়েছে তালাম হেয়ার ম্যাসাজ, বডি ওয়েল ম্যাসাজ ছাড়াও অনেককিছু।
এ ছাড়া রয়েছে হাত ও পায়ের পরিচর্যা। চুলের জন্য রয়েছে আলাদা ট্রিটমেন্ট। আর ব্রাইডদের জন্য রয়েছে স্পা প্যাকেজ। আরো পাবেন ১৬টি রেগুলার স্পা। এ ছাড়া সামার, উইন্টার এবং স্প্রিং নামে স্পেশাল তিনটি প্যাকেজ তো রয়েছেই।
কেমন খরচ
স্পার আলাদা ভাবে দাম বলা যায় না। মূলত এসব স্পার দাম নির্ধারণ হয় আপনার কয়টি সেটিং নিচ্ছেন তার ওপর। আর এই সেটিং নির্ভর করে আপনার ত্বক বা শরীরের ওপর। তবে সাধারণ ভাবে হারমনি স্পাতে ফেসিয়াল করতে পারবেন এক হাজার ৬০০ টাকা থেকে পাঁচ হাজার টাকায়। বডি ট্রিটমেন্ট পাবেন চার হাজার টাকায়। এ ছাড়া ট্রিটমেন্ট প্যাকেজের ওপর দাম হেরফের হয়।
মডেল : তানিন তানহা, কৃতজ্ঞতা : হারমনি স্পা, ছবি : ওমর ফারুক টিটু