বিজিএমইএ ইউনিভার্সিটিতে এনটিভি অনলাইন ও ওমেন্স ওয়ার্ল্ডের ক্যাম্পেইন

‘আচ্ছা এখানে ছবি তো সব মেয়েদের, ছেলেরাও কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে? আমাদেরও কি মেকআপের ব্রাশ হাতে ধরে ছবি তুলতে হবে?’ রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত মেকআপ প্রতিযোগিতার বিশেষ ক্যাম্পেইনে এমন নানা ধরনের প্রশ্ন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিউটি সেলুন ‘ওমেন্স ওয়ার্ল্ড’কে সঙ্গে নিয়ে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে এনটিভি অনলাইন।
যৌথভাবে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পদ্ধতি এবং এর কার্যক্রম সম্বন্ধে জানানো হয় ছাত্রছাত্রীদের। এদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের তিনজন শিক্ষক শর্মিলী সরকার মিশু, উর্মিলা মুখতার জেনি ও রাইদ বরকতও উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতার বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ১২ জনকে এনটিভি অনলাইন ও ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘ওমেন্স ওয়ার্ল্ড’-এর পরিচালক ও রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় নারী পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবেন। নারীরা নিজেকে অথবা অন্যকে সাজিয়ে ছবি তুলে পাঠাতে পারবেন। আর পুরুষরা অন্য নারীকে সাজিয়ে ছবি তুলে পাঠাতে পারবেন। মেকআপ করতে কে কতটা দক্ষ এখানে এই বিষয়টিই দেখা হবে।’
ফারনাজ আলম আরো বলেন, ‘মেকআপ করার ক্ষেত্রে আপনারা যেকোনো রংই বেছে নিতে পারবেন তবে টেকনিক্যাল দিক থেকে অবশ্যই এই বাছাই করা লুককে ফলো করতে হবে।’
পালাক্রমে দেশের আরো চারটি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা উপলক্ষে করা হবে এ ধরনের বিশেষ ক্যাম্পেইন।
‘রাঙিয়ে তোল তোমার স্বপ্ন’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে নতুন ১০ জন বিউটিশিয়ানকে। তাঁদের মধ্যে সেরা প্রতিযোগী পাবেন এক লাখ টাকার পুরস্কার। বাকিদের দেওয়া হবে ওমেন্স ওয়ার্ল্ডের বিশেষ গিফট হ্যাম্পার। প্রতিযোগিতায় ভিজ্যুয়াল পার্টনার হিসেবে থাকছে ‘প্রীত রেজা প্রোডাকশন’।
যেভাবে বাছাই করা হবে নতুন রূপবিশেষজ্ঞ
প্রথম ধাপ : এনটিভি অনলাইনে প্রতি রোববার রূপবিশেষজ্ঞ ফারনাজ আলমের নিজ হাতে করা মোট ২৯টি মেকআপ প্রকাশ করা হয়েছে। এর থেকে ১২টি মেকআপ বাছাই করে এনটিভি অনলাইনের (www.ntvbd.com/challenge-with-colors) এই পেজে দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে ১২টি মেকআপ থেকে যেকোনো একটি লুকের মতো করে সেজে তিনটি ছবি পাঠাতে হবে। একজন প্রতিযোগিতায় সর্বোচ্চ তিনটি লুকের মতো করে অংশ নিতে পারবেন। প্রতিযোগী নিজে অথবা অন্যকে সাজিয়ে ছবি তুলে পাঠাতে পারবেন। প্রয়োজনীয় তথ্যাদিসহ ছবি পাঠাতে হবে এই পেজটিতে- (www.ntvbd.com/challenge-with-colors)
আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছবি পাঠানো যাবে।
দ্বিতীয় ধাপ : আপনাদের পাঠানো ছবিগুলোর মধ্য থেকে সেরা ৪০টি বাছাই করা হবে। ২০ জানুয়ারি ছবিগুলো এনটিভি অনলাইনের (www.ntvbd.com/challenge-with-colors) এই পেজে প্রদর্শন করা হবে।
তৃতীয় ধাপ : ৪০টি ছবির মধ্যে সেরা ১০টি বাছাই করতে পাঠকদের ভোট সংগ্রহ করা হবে। ভোট চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।
চতুর্থ ধাপ : ভোটাভুটির মাধ্যমে বাছাই করা ১০ বিজয়ীকে আহ্বান করা হবে গ্রুমিংয়ে অংশ নেওয়ার জন্য। ৩ ও ৪ ফেব্রুয়ারি দেশের স্বনামধন্য বিউটিশিয়ানরা ওই ১০ জনকে মেকআপের ওপর গ্রুমিং করবেন।
পঞ্চম ধাপ : ৬-৮ ফেব্রুয়ারি ওই ১০ জনের মধ্যে মেকআপের প্রতিযোগিতা হবে। সেখান থেকে সেরাদের বাছাই করা হবে। সবশেষে ১০ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। ওই দিন ‘ওমেন্স ওয়ার্ল্ড’-এর পরিচালক ফারনাজ আলমসহ অন্যান্য অতিথির পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে।
সাজানোর এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশের যেকোনো বয়সী নারী-পুরুষ।