বাণিজ্যমেলা ২০১৬
প্লাস্টিক পণ্যের চাহিদা বেশি

মনমাতানো ডিজাইন আর বাহারি রঙের কারণে দিন দিন চাহিদা বেড়েই চলেছে প্লাস্টিক পণ্যের। তার প্রমাণ মিলছে বাণিজ্য মেলার প্লাস্টিক পণ্যের প্যাভিলিয়নগুলোতে। অন্যান্য স্টল বা প্যাভিলিয়নের থেকে এসব জায়গায় ভিড় তুলনামূলক কয়েকগুণ বেশি। এর কারণ হিসেবে বলা যায়, বিশেষ ছাড় ও নানা অফার।
উত্তরা নিকুঞ্জ-২ থেকে আগত নিপা খন্দকার বলেন, ‘প্লাস্টিক পণ্যগুলোর মান আগের চেয়ে অনেক বেড়েছে। একই সঙ্গে এর ডিজাইনে নান্দনিকতা এবং রঙের বৈচিত্র্যের কারণে, যেকোনো অনুষ্ঠার বা অতিথির সামনে খুব সহজেই পরিবেশন করা যায়। অন্যদিকে দামের দিক থেকেও অনেক কম থাকায় অনেক পণ্য কেনা যায়। আর মেলাতে বাড়তি সুযোগ হিসেবে থাকছে বিশেষ ছাড়।’
শুধু নিপা খন্দকারই নন এমন অনেক গৃহিণীর আকর্ষণ এই প্লাস্টিক পণ্যের দিকে। বেঙ্গল, আরএফল ও এনপলি সব স্টলেই ক্রেতাদের উপচেপড়া ভিড়। কারণ হিসেবে বিক্রেতারাও বললেন আকর্ষণীয় মূল্যছাড়ের কথা। আরএফএল প্যাভিলিয়নের একজন বিক্রয় প্রতিনিধি জানিয়েছেন, মেলা ছাড়া অন্য সময়ে এসব নিত্যপ্রয়োজনীয় প্লাস্টিক পণ্যের এত বেশি ছাড় দেওয়া হয় না।
আরএফএল
মেলায় তাদের সব পণ্যে চলছে ১০ শতাংশ মূল্য ছাড়। সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত থাকছে হ্যাপি আওয়ার। এ সময় ৩০০ টাকার পণ্য কিনলেই পাচ্ছেন মগ, ওয়াটারপটসহ আকর্ষণীয় উপহার। এ ছাড়া ৬০০ টাকার পণ্য কিনলে পাবেন একটি বাকেট। আরএফএলে অন্যান্য পণ্যের মধ্যে ওয়ারড্রোব, স্টোরেজ কন্টেইনার, বিভিন্ন ধরনের প্লাস্টিকের বাক্স, চেয়ার, ড্রিংকিট ওয়াটার পিউরিফাই, লন্ড্রি বাস্কেট, যাইজার, জগ বেশি বিক্রি হচ্ছে। ৩০০ ধরনের পণ্যের মধ্যে ডোর, পিভিসি ও জুতাও রয়েছে। এ ছাড়া আরএফএল পণ্য কিনে জিতে নিতে পারেন ব্যাংকক যাওয়ার সুযোগ। আর প্রিয় মানুষটিকে নিয়ে সেলিব্রেটিদের সাথে ডিনারের অফারও দিচ্ছে তারা। সাথে থাকছে ৩৩-৪০% ছাড়ে সাশ্রয়ী বান্ডেল অফার। আর ড্রিককিট কিনলেই পাচ্ছেন ফ্রি হেলথ চেকআপ।
বেঙ্গল প্লাস্টিক
এই স্টলটিতে পণ্য কিনলেই বিশেষ ছাড়। এখানে ৪০০ টাকার পণ্য কিনলে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। এ ছাড়া ৭০০ টাকার পণ্যে ১০০ টাকা এবং এক হাজার টাকার পণ্যে দেড়শ টাকা ক্যাশব্যাক। তবে এই স্টলে বেশি বিক্রি হচ্ছে ফেন্সি বাস্কেট, স্টোরেজ কন্টেইনার, কিচেন র্যাক, র্যাক এলিগেন্ট, মামপট, মাল্টি চেম্বার বক্স, পিংপং কন্টেইনারসহ অন্যান্য পণ্য। বেঙ্গলের স্টলে প্রায় সাড়ে ৪০০ ধরনের পণ্যে রয়েছে।
তানিন
মেলায় তানিনের পণ্যের ওপর ৫-৬ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো পণ্য ব্যবহারের পর তা ফেরত দিয়ে ৫০ শতাংশ মূল্যছাড়ে নতুন পণ্য নেওয়া যায়। তানিনের স্টলে ভাঁজ করা খাট, হসপিটাল বেড ইত্যাদির চাহিদা বেশি।
গাজী
গাজী গ্রুপের প্লাস্টিক পণ্য না থাকলেও, তাদের রয়েছে প্লাস্টিকের খেলনা স্টোর। যেখানে শিশুদের বিভিন্ন খেলনাসামগ্রী পাওয়া যাচ্ছে। ঘোড়া রাইডার, হরিণ রাইডার, স্লিপিং টয়সহ বিভিন্ন খেলনাসামগ্রীর নজর কাড়ছে শিশুদের। মেলায় পণ্যভেদে ১০০ থেকে ৭০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
এনপলি
এনপলিতে মূলত প্লাস্টিকের ডোরে পাবেন ১০ শতাংশ মূল্য ছাড়। এ ছাড়া অন্যসব পণ্যে ডিসকাউন্ট দিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।