বাণিজ্যমেলা
প্রযুক্তি পণ্যে জমে উঠেছে বাণিজ্যমেলা

বাণিজ্যমেলায় অন্যান্য পণ্যের সাথে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে প্রযুক্তি পণ্য। ভোক্তাদের এসব পণ্যের চাহিদা মেটাতে পস্তুত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও। বাণিজ্যমেলা উপলক্ষে প্রতিষ্ঠানগুলো নতুন পণ্য, আপকামিং পণ্য এবং নানা ধরনের ছাড়ে সাজিয়েছে তাদের প্যাভিলিয়ন বা স্টল।
প্রযুক্তি পণ্যের সাথে তরুণদের সখ্য বেশি থাকলেও, বাণিজ্যমেলায় প্রযুক্তিপণ্য সাজানো হয়েছে সব ধরনের ক্রেতাদের জন্য। এখানে অন্যান্য পণ্যের মধ্যে বেশি প্রাধান্য পাচ্ছে এন্ড্রোয়েড টিভি, মোবাইল ও ট্যাব। মেলা উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ড নতুন পণ্যের পাশাপাশি দিচ্ছে বিশেষ ছাড়। অথবা উপহার সামগ্রী। মেলায় ওয়ালটন, সনি-র্যাংগস, যমুনা, মিনিস্টার, শার্প, গ্যাজেট গ্যাং সেভেন, অপপোসহ বিভিন্ন প্রতিষ্ঠান সাজিয়েছে তাদের স্টল।
সনি-র্যাংগস
মোবাইল, ক্যামেরা এবং এন্ড্রোয়েড টিভি দিয়ে সাজানো হয়েছে সনি-র্যাংগসের প্যাভিলিয়নটি। স্টলটি ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। তরুণদের নজর মোবাইল ফোনসেট ও ক্যামেরার দিকে হলেও পরিবারের সদস্যদের টিভির দিকেই বেশি আকর্ষণ। সনি-র্যাংগসের ডেপুটি ম্যানেজার প্রতীক বলেন, ‘আমরা সব ধরনের প্রযুক্তি পণ্য দিয়ে সাজিয়েছি স্টলটি। ক্রেতাদের চাহিদা এবং বাণিজ্যমেলা উপলক্ষে নতুন পণ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একই সাথে থাকছে বিশেষ মূল্যছাড়।’ তবে তাদের প্রধান আকর্ষণ এন্ড্রোয়েড টিভি। ক্রেতারা ৪৩ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত পাবেন এন্ড্রোয়েড এই টিভি।
যার বাজার মূল্য এক লাখ ১৯ হাজার থেকে দুই লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত। এসব টিভিতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি। থ্রিডি ফিচার সমৃদ্ধ এই টিভিতে পাবেন ফোর-কে রেজুলেশন। ইন্টারনেট সাপোর্টের এই টিভি সবার কাছেই পেয়েছে গ্রহণ যোগ্যতা। অন্যদিকে রয়েছে তরুণদের পছন্দের সনির ফোনসেট। এবারের মেলায় দুটি নতুন ফোনসেট এনেছে সনি। একটি এক্সপেরিয়া জেড-৫, অন্যটি জেড-৫ প্রিমিয়ার। এ ছাড়া পাবেন নতুন ফিচার সমৃদ্ধ অনেক ফোনসেট। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া স্মার্টফোন এক্সপেরিয়া জেড ফাইভ প্রিমিয়াম। ফোনটি বিশ্বের প্রথম ফোরকে প্রযুক্তি বলে জানান মেলায় থাকা প্রতিনিধিরা। স্মাটফোনটির বাজার মূল্য ৬৯ হাজার ৯০০ টাকা হলেও, বাণিজ্যমেলায় বিক্রি করা হচ্ছে ৬৪ হাজার ৯০০ টাকায়।
ওয়ালটন
দেশীয় ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন মেলায় তাদের প্যাভিলিয়ন সাজিয়েছে নতুন নতুন পণ্যে। মোবাইল ফোনসেট, টিভি ছাড়াও নানা ধরনের ইলেকট্রনিক পণ্য দিয়ে সাজিয়েছে তাদের প্যাভিলিয়ন। ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়নের ম্যানেজার মোহাম্মদ আকরামুজ্জামান অপু বলেন, ‘এবারের মেলায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আকর্ষণীয় ডিজাইন ও মডেলের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনিক পণ্য প্রদর্শন করছে ওয়ালটন। মেলায় আসা ক্রেতারা যাতে এক জায়গাতেই দরকারি সব ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য পান সে লক্ষ নিয়ে করা হয়েছে এই প্যাভিলিয়ন।’ তিনি আরো জানান, ‘আপকামিং অসংখ্য মডেলের বাহারি ও আকর্ষণীয় কালারের নানা পণ্য থাকলেও, আমাদের প্রধান আকর্ষণ টিভি এবং মোবাইল ফোনসেট।’
এবারের মেলায় তরুণ প্রযুক্তি প্রেমিদের জন্য নতুন স্মার্টফোন প্রিমো জেড টু উদ্বোধন করা হয়েছে। ৩৫ হাজার ৯৯০ টাকা মূল্যের এই ফোনটির আকর্ষণীয় দিক হচ্ছে ডিএসএলআর ক্যামেরার সমমানের ছবি তোলার ক্ষমতা। সেই সঙ্গে ফোর-কে মানের ভিডিও। এ ছাড়াও রয়েছে উচ্চ প্রযুক্তির ২৪ মেগাপিক্সেল অটো-ফোকাস রিয়ার ক্যামেরা, সাথে ১৩ মেগাপিক্সেল অটো-ফোকাস ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া অন্য ফোনগুলোর মধ্যে পাবেন এনএক্স থ্রি ১৬ হাজার ৪৯০ টাকায়, আর-ফোর ১০ হাজার ৭২৪ টাকায় এবং জিএস-ফাইভ পাবেন ৭ হাজার ২২০ টাকায়। অন্যদিকে দুটি আপকামিং টিভি সবারই নজর কাড়ছে। পাতলা এই টিভি মূলত ওএলইডি সমৃদ্ধ। এতে থাকছে ফোর-কে রেজুলেশন, পাশাপাশি থ্রিডি সাপোর্ট করবে। একই প্রযুক্তি সমৃদ্ধ আরো একটি টিভি রয়েছে ইএলইডি। তবে সবার নজর কাড়ছে ওয়াল্টনের স্মার্ট টিভি। মেলায় ৫৫ ইঞ্চি এলইডি টিভি পাচ্ছেন ৮৫ হাজার ৯০০ টাকা। আর যেকোনো টিভিতে ৫ থেকে ২২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
যমুনা ইলেকট্রনিক
মেলায় ক্রেতাদের সামনে দেশীয় পণ্য প্রদর্শন করছে এমন আর একটি ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক ও অটোমোবাইলস। দৃষ্টিনন্দন এ প্যাভিলিয়নে সব সময়ই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। তবে তাদের স্টলটি ক্রেতাদের নজর কাড়ছে টিভির মাধ্যমে। এবারের মেলায় এলইডি টেলিভিশনে সাত হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এসেছে ৫২ ইঞ্চি পুরোপুরি হাই ডেফিনেশন [এইচডি] ও স্মার্ট টেলিভিশন।
যেখানে পাবেন পুরো সাত হাজার টাকা মূল্যছাড়। এ ছাড়া ৩২, ২৪ ও ২২ ইঞ্চি এলইডি টিভিতে পাবেন তিন হাজার ৭০০ থেকে চার হাজার ৭০০ টাকা পর্যন্ত ছাড়। প্যাভিলিয়ন ইনচার্জ ও সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক আমির হোসেন বলেন, ‘ভালো মানের এলইডি টিভি অন্যদের থেকে কমদামে পাওয়ায় ক্রেতারা বেশ সন্তুষ্ট। অন্যান্য ইলেক্ট্রনিক পণ্যও বেশ ভালোই বিক্রি হচ্ছে আমাদের। এ ছাড়া পাবেন বিশেষ উপহার ওয়াল হ্যাঙ্গার।’
মিনিস্টার
এদিকে ২৪-৪২ ইঞ্চি এলইডি টিভি ও এসিতে ১০ শতাংশ ছাড়, সঙ্গে ৩ হাজার টাকার গিফট- এমন সব লোভনীয় অফার দিচ্ছে আরেক দেশীয় কোম্পানি মিনিস্টার। সঙ্গে থাকছে সর্বোচ্চ ৭ বছরের গ্যারান্টি ও দুই বছরের ফ্রি হোম সার্ভিস। এ ছাড়া মেলায় মিনিস্টার আরো নিয়ে এসেছে কম খরচ ও টেকসই হোম থিয়েটার। মিনিস্টার প্যাভিলিয়ন ইনচার্জ মো. আল মামুন বলেন, ‘আমাদের এলইডি টিভির বড় বৈশিষ্ট্য হচ্ছে মিডিয়া প্লেয়ার। যার মাধ্যমে অডিও, ভিডিও দুইই চালানো যায়। ব্যবহার করা যায় ইউএসবি ক্যাবল।’
শার্প ইলেকট্রনিক
শার্প ইলেকট্রনিক তাদের পুরোনো পণ্যের পাশাপাশি মেলায় এনেছে নতুন পণ্যও। সব পণ্যেই দিয়েছে বিশেষ ছাড়। শার্পের প্রধান আকর্ষণ তাদের বিশাল আকৃতির সব টিভি। কাউন্টার প্রো নামের টিভি থ্রিডি এবং ইন্টারনেট সমৃদ্ধ। ৬০ ইঞ্চি এই টিভির মূল্য রাখা হয়েছে চার লাখ ৫০ হাজার। এ ছাড়া রয়েছে এন্ড্রয়েড টিভি। তাদের মোট পাঁচটি এন্ড্রয়েড টিভি থাকলেও নতুন এসেছে তিনটি। ৫০, ৫৮ ও ৬৫ ইঞ্চি এসব টিভির মূল্য ধরা হয়েছে যথাক্রমে এক লাখ ৬০ হাজার, এক লাখ ৯৯ হাজার এবং দুই লাখ ৯২ হাজার। তবে প্রতিটি টিভিতেই থাকছে চার হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়। স্টলে ভিন্ন ধরনের বড় মাপের সাউন্ডবক্স চোখে পড়বে সবার। যার মূল্য ১২ হাজার ৯০০ টাকা।
অপপো
মেলায় প্রবেশ করলেই সবার দৃষ্টি কাড়ে অপপোর প্যাভিলিয়নটি। চীনা ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানটি এবারই প্রথম বাণিজ্যমেলায় অংশ নিয়েছে। অপপোর এক্সিবিশন ম্যানেজার রথীন্দ্রনাথ সরকার বলেন, ‘মেলায় নতুন পণ্যের পাশাপাশি আমরা দিচ্ছি বিশেষ ছাড়। ফোন বিক্রিতেও মিলছে বেশ সাড়া। আমরা এবার আইসিসির আন্ডার নাইন্টিনের গ্লোবাল পার্টনার। তাই ক্রেতারা অপপোর নিউ সেভেনের উপরের যেকোন ফোনসেট কিনে পেয়ে যাবেন আইসিসি ওয়াল্ডকাপের টিকিট। এ ছাড়া চলছে নয়টি মডেলে বিশেষ মূল্যছাড় ও বিভিন্ন উপহার।’
লাভা মোবাইল
একই ভাবে বাণিজ্যমেলায় প্রথম অংশ নেওয়া লাভা মোবাইল ২৩টি মডেলের প্রদর্শন করছে তাদের প্যাভিলিয়নে। সাড়ে তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন মডেলের ফোন। আর সাথে থাকছে নগদ মূল্য ছাড়ের পাশাপাশি নির্দিষ্ট মডেলে পাওয়ার ব্যাংক।