হোয়াইটহেডস দূর করুন একদিনেই!

ত্বকের হোয়াইটহেডস দেখলে বোঝা যায় না। কিন্তু মেকআপ করলেই বুঝে যাবেন, আপনার ত্বকে হোয়াইটহেডস আছে কি না। যদি আপনার মুখে হোয়াইটহেডস থাকে, তাহলে মেকআপের ফিনিশিং কখনোই ভালো হবে না। আপনার ত্বক মসৃণ মনে হবে না। এই হোয়াইটহেডস হওয়ার অনেক কারণ রয়েছে। বিশেষ করে যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের এ সমস্যা বেশি হয়। এ ছাড়া দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর খাবার, ডায়েট এবং সবচেয়ে খারাপ অভ্যাস হলো রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার না করা। এসব কারণে ত্বকে হোয়াইটহেডসের সমস্যা দেখা দেয়।
হোয়াইটহেডস দূর করতে বাজারের কেমিক্যালসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। এতে এ সমস্যা দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। এ ক্ষেত্রে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
ওটমিল
প্রাকৃতিক এই স্ক্রাব সহজেই আপনার মুখের হোয়াইটহেডস দূর করবে। ওটমিলের সঙ্গে সমান পরিমাণে ব্রাউন সুগার ও মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক মুখে লাগিয়ে সাত থেকে আট মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন। এর পর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। হোয়াইটহেডস দূর করতে নিয়মিত এভাবে ত্বক পরিষ্কার করুন।
টমেটোর রস
টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে, যা ত্বকের মলিনতা ও হোয়াইটহেডস দূর করতে সাহায্য করে। টমেটো কেটে মুখে ঘষুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।
লেবুর রস
তুলায় সামান্য লেবুর রস নিয়ে পুরো মুখ ভালো করে মুছে নিন। ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন। এতে হোয়াইটহেডস দূর হওয়ার পাশাপাশি ত্বকের কালচে ভাবও দূর হবে।
কমলার খোসা
ভিটামিন-সি থাকার কারণে কমলার খোসা অনেক দ্রুত হোয়াইটহেডস দূর করে। কমলার খোসার গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।
দুধ
দুই টেবিল চামচ দুধের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ লবণ মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে অন্তত তিন থেকে চারবার এভাবে মুখ পরিষ্কার করুন। দেখবেন, একদিনেই হোয়াইটহেডস দূর হয়ে যাবে!
কাজুবাদাম
কাজুবাদাম শুধু হোয়াইটহেডসই দূর করে না, এটি ত্বককে সুস্থও রাখে। কাজুবাদাম গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপজল ও ওটমিল মিশিয়ে মুখে লাগান। হালকাভাবে ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের কালচে ভাব দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল।
কর্নফ্লাওয়ার
তিন চা চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে এক চা চামচ ভিনেগার মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে হোয়াইটহেডস দূর হওয়ার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ হবে।