ভিনেগার কি খুশকি দূর করে?

শীত কিংবা গরম সব ঋতুতেই ময়লা ও ধুলাবালির কারণে মাথায় খুশকি হয়। আবার মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক থাকার কারণেও খুশকি হয়। এই সমস্যার সমাধানে ভিনেগার ব্যবহার করুন। প্রাকৃতিক এই উপাদান কেমিক্যাল সমৃদ্ধ শ্যাম্পুর থেকে বেশি উপকারী। তবে অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে মাথায় ভিনেগার ব্যবহার করলে এর কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়। তখন খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল পড়া রোধ হয় এবং রুক্ষতা দূর হয়ে চুল হয় নরম ও মসৃণ।
ভিনেগারের সঙ্গে কোন কোন উপাদান মেশাবেন এবং কীভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
ভিনেগার ও পুদিনা পাতা
কয়েকটি পুদিনা পাতা বেটে রস করে নিন। এবার এর সঙ্গে তিন টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে প্যাক তৈরি করুন। মাথার তালুতে এই প্যাক দিয়ে ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভিনেগার খুশকি দূর করবে আর পুদিনা পাতার কারণে চুল থেকে সুন্দর ঘ্রাণ আসবে।
ভিনেগার ও এসেনশিয়াল অয়েল
প্রথমে চুল হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এবার চুলে ভিনেগার লাগান। সবশেষে এসেনশিয়াল অয়েল লাগিয়ে সারারাত রেখে দিন। এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল হবে নরম ও মসৃণ।
ভিনেগার ও টকদই
প্রথমে চুলে ভিনেগার লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আধা ঘণ্টা পর চুলে টকদই লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের রুক্ষতাও দূর হবে।
ভিনেগার ও টি ট্রি অয়েল
প্রথেম চুল ভিনেগার দিয়ে ধুয়ে নিন। চুল শুকিয়ে ফেলুন। এবার মাথার তালুতে টি ট্রি অয়েল দিয়ে ম্যাসাজ করুন। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হবে এবং চুল ঝলমলে হবে।
ভিনেগার ও অলিভ অয়েল
প্রথমে অলিভ অয়েল দিয়ে চুল ম্যাসাজ করে নিন। এবার হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে মাথার তালু ও চুলে আপেল সিডার ভিনেগার লাগান। মাসে অন্তত দুইবার এভাবে চুলে ভিনেগার লাগান। এতে খুশকি দূর হবে এবং চুল পড়া কমবে।
ভিনেগার ও মেথি পাতা
মেথি পাতা বেটে রস করে নিন। এবার এক কাপ আপেল সিগার ভিনেগারের সঙ্গে এই রস মিশিয়ে মাথায় লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালাকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি অনেক দ্রুত খুশকি দূর করে।
ভিনেগার ও মধু
প্রথমে মাথার তালুতে পাতলা করে মধু লাগান। পরের দিন সকালে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার আপেল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে নিতে ভুলবে না। এটি খুব সহজে মাথার খুশকি দূর করে।