যে কথাগুলো অফিসে বলা ঠিক না!

অফিসে সব কথা সব সময় বলা ঠিক না। এমনকি কিছু কথা আছে যা অফিসে বলা একেবারেই বলা ঠিক না। এই কথাগুলো আপনার অভিধান থেকে মুছে ফেলাই ভালো। এই কথাগুলোর অর্থ ব্যক্তিগত জীবনে একরকম আর কর্মক্ষেত্রে অন্যরকম। তাই এগুলো বলা থেকে বিরত থাকুন।
কোন কথাগুলো অফিসে বলা ঠিক না, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে জীবনধারা বিষয়ক আইডিভা ওয়েবসাইটে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
হয়তো, হতেও পারে- এ কথা অফিসে বলা যাবে না। যে বিষয়টাতে আপনার মধ্যে অনিশ্চয়তা কাজ করছে, সেটি অফিসে প্রকাশ না করাই ভালো। এতে আপনার যোগ্যতা নিয়েও কথা উঠতে পারে।
সত্যি বলছি- এই কথাটা ভুলেও অফিসে বলা যাবে না। কারণ এর মানে দাঁড়ায়, আপনি প্রায়ই মিথ্যা বলেন। নিজেকে অযথা মিথ্যুক বানাবেন কেন বলুন?
খুব সুন্দর, খুব ভালো- এই কথাগুলো অফিসে একটু এড়িয়ে যান। ভালো বা সৌন্দর্য প্রকাশ করার মতো অনেক কথাই আছে যা এর পরিবর্তে বলা যায়।
অনেক সময় মেইলের উত্তরে আমরা ‘পরে জানাচ্ছি’ কথাটি বলি। এই কথাটির নেতিবাচক প্রভাব পড়ে অন্যের ওপর। তাই এমন উত্তর না দেওয়াই ভালো।
আশ্চর্য! -অফিসে এমন কিছু ঘটে না যার জন্য আপনাকে এতটা অবাক হয়ে এই কথাটি বলতে হবে। এই ধরনের কথা অফিসে না বলাই ভালো।
সত্যি? -এই কথা বলার মানে আপনি কথাটি বিশ্বাস করছেন না। আবার এমন হতে পারে যে আপনি বিষয়টি আগে চিন্তা করেননি। অথচ মুখ ফসকে বলে ফেলেছেন ‘সত্যি?’। ভুল বোঝাবুঝি এড়াতে এই শব্দটিকেই এড়িয়ে চলুন।
কখনোই না- এই কথাটি বলার সময় সাবধান। কারণ এটি খুবই নেতিবাচক একটি কথা। নেতিবাচক কথা অফিসে না বলাই ভালো।