নিজেই তৈরি করুন মেকআপ রিমুভার!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/26/photo-1456474236.jpg)
যাঁরা নিয়মিত মেকআপ করেন, তাঁরা মেকআপ ভালোভাবে পরিষ্কারও করেন। এ কাজে মেকআপ রিমুভার অনেকেই ব্যবহার করেন। মেকআপের মতো রিমুভারও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি। এ কারণেই এটি মেকআপ পরিষ্কার করে ঠিকই, কিন্তু ত্বকের ক্ষতিও করে। তাই ঘরোয়া উপায়ে নিজেই তৈরি করুন মেকআপ রিমুভার। এটি মেকআপ পরিষ্কারের পাশাপাশি রুক্ষতা দূর করে ত্বককে করবে নরম ও মসৃণ। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। সব ত্বকেই এটি ব্যবহার করা যায়, বিশেষ করে স্পর্শকাতর ত্বকের জন্য এই রিমুভার বেশ কার্যকর।
প্রাকৃতিক মেকআপ রিমুভার কীভাবে তৈরি করবেন, সে সম্বন্ধে কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
যা যা লাগবে
হ্যাজেল (বৃক্ষবিশেষ), যা ত্বককে টানটান করে এবং ত্বকের অতিরিক্ত তেল দূর করে। হ্যাজেলের তেল সুপারশপে কিনতে পাওয়া যায়। আমন্ড অয়েল, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। আর পানি, যা ত্বককে সতেজ রাখে।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি ছোট বাটিতে তিন টেবিল চামচ হ্যাজেল অয়েল, তিন টেবিল চামচ পানি ও তিন টেবিল চামচ আমন্ড অয়েল একসঙ্গে ভালো করে মেশান। এবার একটি বোতলে এই মিশ্রণ ঢেলে এর মধ্যে তুলার বল ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর একটি তুলার বল বের করে মুখে ভালো করে ঘষুন। এবার আরেকটি তুলার বল বের করে পুরো মুখ ভালো করে মুছে নিন। ব্যস, নিমেষেই আপনার মুখের মেকআপ পরিষ্কার হয়ে যাবে। এটি আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন। কারণ, এই মিশ্রণ অনেক দিন ভালো থাকে।