মাউথওয়াশ দিয়ে পা ধুলে কী হয়?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/07/photo-1457331313.jpg)
মাউথওয়াশ দিয়ে সাধারণত মুখে কুলকুচি করা হয়। এতে মুখের দুর্গন্ধ দূর হয়, জীবাণু ধ্বংস হয় এবং সতেজ অনুভব হয়। কিন্তু এই মাউথওয়াশ দিয়ে পা ধোয়ার পর কী হয় জানেন? না জেনে থাকলে দ্য গ্লো ওয়েবসাইটের এই তালিকা একবার দেখে নিতে পারেন। যেখানে মাউথওয়াশ দিয়ে পা ধোয়ার উপায় এবং কী কী উপকার করে, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে।
যা যা লাগবে
১. আধা কাপ মেনথল বা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ (সাদা হলে ভালো)
২. আধা কাপ ভিনেগার
৩. আধা কাপ গরম পানি
৪. দুই টেবিল চামচ লবণ
যেভাবে ব্যবহার করবেন
একটি বালতি অথবা গামলার মধ্যে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে এর মধ্যে পা ভিজিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এবার হালকাভাবে পা ম্যাসাজ করুন। স্ক্রাব দিয়েও ম্যাসাজ করতে পারেন। এর পর পানি দিয়ে পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
মাউথওয়াশ পায়ের যেসব উপকার করে
১. পায়ের অংশের চামড়া একটু ভারী হয়ে থাকে। এ কারণে পা অনেক খসখসে ও শক্ত হয়। নিয়মিত ব্যবহারে মাউথওয়াশ পা নরম ও মসৃণ করে।
২. পায়ের দুর্গন্ধ দূর করতে মাউথওয়াশ বেশ কার্যকর। প্রতিদিন বাসায় ফিরে অল্প সময়ের জন্য হলেও মাউথওয়াশের পানির মধ্যে পা ভিজিয়ে রাখুন। এতে দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি সারা দিনের ক্লান্তিও দূর হবে।
৩. পায়ের মরা কোষ অনেক দ্রুত দূর করে মাউথওয়াশ। তাই মাউথওয়াশে পা ভিজিয়ে হালকাভাবে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ব্রাশ দিয়েও ঘষতে পারেন। এতে সহজেই পায়ের মরা কোষের সমস্যার সমাধান হবে।
৪. পায়ে যদি কোনো ফাঙ্গাসের সমস্যা থাকে, তাহলে প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাউথওয়াশের মধ্যে পা ভিজিয়ে রাখুন। এতে সংক্রমণ-জাতীয় সব ধরনের সমস্যা সহজেই দূর হবে।
৫. সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে পা অনেক দ্রুত কালো হয়ে যায়। মাউথওয়াশ মেশানো গরম পানির মধ্যে পা ভিজিয়ে রাখলে এই কালচে ভাব ধীরে ধীরে দূর হয়।
৬. পায়ের রুক্ষতা দূর করতে মাউথওয়াশ বেশ কার্যকর। যাঁদের পা অতিরিক্ত শুষ্ক ও রুক্ষ, তাঁরা নিয়মিত মাউথওয়াশ মেশানো পানিতে অন্তত ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পায়ের রুক্ষতা অনেকটা দূর হবে।